আলিয়ার বাবা চরিত্রে যীশু
পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। বেশ কয়েক বছর ধরে বলিউডেও অভিনয় করছেন তিনি। ‘বারফি’, ‘মনিকর্ণিকা’র মতো একাধিক দর্শকপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাকে।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক ২’-এ অভিনয় করবেন যীশু। প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি পূজা ভাটও টুইট করে জানিয়েছিলেন বিষয়টি। কিন্তু চরিত্রের বিষয়ে প্রথমে কিছু জানা না গেলেও এবার যীশু নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। আপাতত এটিরই শুটিংয়ের কাজ করছেন তিনি। সঙ্গে রয়েছেন আলিয়াও।
আলিয়ার বিষয়ে যীশু বলেন, “নিজের কাজ নিয়ে আলিয়ার আলাদা প্যাশন রয়েছে। বর্তমান প্রজন্মের সেরা তারকাদের অন্যতম সে।”
গণমাধ্যমসূত্রে খবর, শুধু বাংলা অথবা হিন্দি ছবিই নয়। ‘অশ্বথামা’ নামে এক তেলুগু ছবিতেও দেখা যাবে যীশুকে।
