শিশুতোষ ছড়া: করোনা আসে ঘরে । অভ্রনীল দাশ মুগ্ধ

Reading Time: < 1 minute
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,Abhraneel Das Mugdho
অভ্রনীল দাশ মুগ্ধ
চতুর্থ শ্রেণি
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা।

  
যারা স্বাস্থ্যবিধি অমান্য করে-
তাদের হাত ধরে,
করোনা আসে ঘরে।জীবাণুনাশক দিলে-
করোনা যায় মরে।

করোনা এখন শক্তিশালী,
আমরা এখন ঘরে
প্রতিদিন অনেক মানুষ
ঘরে বাইরে মরে।

বাইরে যাবো মাস্ক, গ্লাভস পরে
দূরত্ব বজায় রাখবো ৬ ফুট করে।

  
করোনাকে ধ্বংস করার জন্য- 
নতুন ভ্যাকসিন বানাও,
নিজেকে ঘরে রাখো
স্যানিটাইজার ভালো করে হাতে মাখাও।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>