Categories
উৎসব সংখ্যা: অগ্নি রায়’র কবিতা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
মায়াযন্ত্রণা
তোমার ফিরে যাওয়ার অপরূপ আমি নোটপ্যাডে ধরে রাখি। অন্য জন্ম থেকে টুপ করে জল পড়ে তার উপর। পুকুর বোজানো সন্ধ্যার ধার ঘেঁষে গীতবিতান হাতে হেঁটে আসছে মিলিদি। গান শুরু হবে পাড়ার টিউশনে। কলে জল আসার ধ্বনির মতো আনন্দময় সে সব গান। যে আসর ছেড়ে তোমার উঠে যাওয়ার বিরল বিষাদবিন্দু আমি লিখে রাখি করতল সংরাগে। ওই তো শৈশব পাহারা দেওয়া তমাল তাল বীথি টপকে মেঘ এসে দাঁড়াল শিয়রে। এই তো তোমার তাঁতের সবুজে জ্বলে উঠল স্টেশন ছাড়ার সিগন্যাল। অপার বালকের মতো এই মায়াযন্ত্রণা টুকে রাখি রোজ। শ্বাস বন্ধ করে রেখে দিই পরমায়ুতে। তোমাকে না পাঠানো এই সব কবিতা আমার
কবি ও সাংবাদিক