| 8 মে 2024
Categories
পাঠ প্রতিক্রিয়া সাহিত্য

পাঠ প্রতিক্রিয়া : আনমন মেঘের ডায়েরি

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

ডায়েরি কি শুধু হয় দিনলিপি ? টুকরো মূহুর্ত ধরা থাকে তাতে ? নাহ ! ডায়রি এক জীবনের গতিপথ … জীবনের যাত্রাপথের দলিল । life is a journey আর ডায়রি সেই নদীপথের ইতিহাস ।
আনমন মেঘের ডায়েরি এক বৃষ্টির তার প্রিয় মেঘের দেশে পৌঁছে যাওয়ার যাত্রাপথ ।তার কিছুটা গুনগুন , কিছুটা সুর সাধা । কিছুটা মেঘ পাহাড়ির পথ পেরিয়ে ইপ্সিত আনমন মেঘের বাড়ি পৌঁছে যাওয়া ।
সে মেঘ যে বড়ই আনমনা , জল ভারে দু এক পশলা বৃষ্টি ঝরায় এখানে ওখানে । স্মৃতির কলিরা ঝরে পড়ে ডায়েরির পাতায় পাতায় …

আনমন মেঘের ডায়েরি মৌমিতা ঘোষের তিনটি আলাদা সিরিজের কবিতা নিয়ে তৈরী । প্রথম সিরিজ “রচি মম ফাল্গুনী” গান নিয়ে লেখা , নাগরিক জীবনের দৈনন্দিনতায় যেসব গান আমাদের ভাবায়, যে সব সুর গুন গুন করে মনের অলিন্দে, অলিতে গলিতে, কখনও কখনও প্রতিদিনকার জীবনে শোনা সেইসব গানের দু এক কলি কবি মনে অপরূপ ব্যঞ্জনা সৃষ্টি করে , মনকে উতরোল দেয় , সেইসব গানের কলির পথ বেয়ে কবি মন বাউল হয় , বেরিয়ে পড়ে আত্ম -অন্বেষণে ।
চেনা গানের দুটো কলিতে একেকদিন কবি মন খুঁজে পায় হারিয়ে যাওয়া একটা সুর , একটা কলি যেটা গুন গুন ভাঁজতে থাকে মাথার মধ্যে … সারাদিন সব কাজের ফাঁকে গানটা ফিরে ফিরে আসতে থাকে কেবলিই …

দ্বিতীয় সিরিজের কবিতাগুলি একটা যাত্রা পথের ডায়েরি … ডুয়ার্সের ঘন বনানী আর মেঘ পাহাড়ীর পথ বেয়ে নিজের অন্তর্গত যাত্রা , খুঁজে ফেরা আত্মোপল্ধির জগত , সেই আনমন বাউল আমিটাকে …আমরা কি সত্যিই কোথাও যাই ? যেতে পারি ?
পালাতে পারি নিজের থেকে ? নাহ বোধহয় … যাওয়াটা যেমন চিরসত্য … ফেরাটাও ।প্রকৃতির কোলে নিজেকে খুঁজতে যাই, আবার ফিরেও আসি …ফেরার অপেক্ষায় থাকে কিছু মেঘলা দুপুর আর নিরালা কথোপকথনের বিকেল ।
প্রকৃতির আনাচে কানাচে নিসর্গের যে বিশুদ্ধ সংগীত রচিত হয় সেই সংগীত কবি শুনতে পান , চেতনা জুড়ে জেগে থাকে মায়াবী নদীচর … দুটো আলাদা সিরিজের কবিতা হলেও কোথাও যেন ভাবনাটা ব্রেক করেনি , বরং রচিত হয়েছে আদ্যন্ত একটি লিরিক্যাল জার্নি …

একজন কবির মুক্তি তার কবিতায়; ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ‘… তৃতীয় সিরিজ , “এক পৃথিবী লিখব আমি … এক উত্তরণের গল্প , প্রতিদিনের নাগরিক অসহায়তার সঙ্গে কবিমনের যে যুদ্ধ চলে , যে যুদ্ধের শেষে কবিমন অঙ্গীকার নেয় লেখা না থামানোর , নিজেকে
ছাপিয়ে যাওয়ার , তারই প্রতিফলন ঝিলিক দিয়ে যায় প্রতিটা কবিতায় … চূড়ান্ত অবিশ্বাস আর নিরাশার দিনগুলিতে কবিতাই আশ্রয় দেয় , পথ দেখায় …

সব মিলিয়ে আনমন মেঘের ডায়েরি পাঠক মনে ছাপ রেখে যায় , রেখে যায় দীর্ঘস্থায়ী প্রতিচ্ছায়া ।

আনমন মেঘের ডায়েরি ‘;

মৌমিতা ঘোষ।

বার্তা প্রকাশন

.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত