১.
তুমি লেখো রাত, আমি
বলি কাটাকুটি ভাল নয়,
সেও এক ধোপাবাড়ি যার
ভেতরে জমেছে উলের কাপড় শীতে
পরবে বলে কেউ নামিয়েছে ওম।
২.
উষ্ণ ঘরের আশায় বাঁচো
শীতল সম্পর্কে।
৩.
মরেও গেলেও হয়
না মরেও বাঁচো
এই তো মরাবাঁচা
এক নদী বহমান।
৪.
হুইসেল ডাকা ভোরে
ঘুমচোখে দেখো ওখানে ঈশ্বর
কেমন নিশ্চিন্তে থাকে!
আরও দুঃশ্চিন্তা হয় কখন
ফুরিয়ে আসে আয়ু!
৫.
আমার শব্দগুলোর পাশে
পাহারা দেয় বন্ধুদের মুখ
ওদের বলি এই হোল আলো,
ওরা বলে অন্ধকার।
আমি বলি নক্ষত্র
ওরা বলে আকাশ।
৬.
ঘুমিয়ে পড়েছি আমি
স্মৃতির ভেতরে, অন্ধ
স্বপ্নগুলো জমা দিয়ে
রাত পাহারাদারকে।
৭.
রাত্রি কি শব্দের বাহন, যেন
ঘোচাবে সকল পাহাড়সম দূরত্ব?
তুমি কি শুনেছো সে পাখির কান্না
যে কিনা প্রহরে ডেকে ওঠে!
৮.
আমার আত্মাকে আমি
খাচাবন্দি করে রাখি এক পিঞ্জরায়
যা কিনা ভঙ্গুর, মজবুত নয় মোটেও
ভেঙ্গে যেতে পারে এক্ষুনি!
৯.
এক সাদা আকাশ নীলাভ, মেঘগুচ্ছ
যেন ডাকে তোমাকে, পৃথিবী
ঘুমিয়ে পড়েছে যেখানে।
১০.
দিন চোখ বন্ধ করলেই
রাত তার চোখ খোলে
কেউ কাউকে দেখতে পায় না ঠিকই
তবে তাদের বেঁধে রাখে নক্ষত্র,
অক্ষরেখা বরাবর, যে যার দূরত্বে।
কবি, অনুবাদক, প্রাবন্ধিক।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও এম এড, ঢাকা বিশ্ববিদ্যালয়। জন্ম, বেড়ে ওঠা ঢাকায়।
দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত।
বিভিন্ন আন্তর্জাতিক এন্থোলজিতে আয়শা ঝর্নার কবিতা ছাপা হয়েছে। লিটল ম্যাগাজিন থেকে যাত্রা শুরু করে বিভিন্ন দৈনিকে লেখালেখি।
আয়শা ঝর্নার কবিতা নিয়ে খলিল মজিদ বলেন, আয়শা ঝর্নার কবিতা সংবেদনশীল, দ্রোহী, তীক্ষ্ণ দৃষ্টি, অন্তরে অতৃপ্তি। পাঠে আনন্দ জাগে। ইমেজ, ইমেজের আলোয় তাঁর কবিতা রূপকল্পে গাঁথা। তার কবিতার স্বর নিজস্ব। তার কবিতায় এক দিকে যেমন জীবন-যন্ত্রণা, সংগ্রাম, উদযাপন অন্যদিকে অধিবিদ্যা ও যাদু বাস্তবতার এক কুহকী কল্পজগতে ব্যাপ্ত তার মৃত্যুচেতনা। যে মৃত্যু জীবনেরই আরেক ভ্রমণ, অন্তহীন তার যাত্রা।
প্রকাশিত গ্রন্থ–
কবিতা গ্রন্থঃ
আঁধার যান ১৯৯৬, বাংলা একাডেমি, মাত্রমানুষ ২০০৩, বইপাড়া, উনুনের গান ২০০৫, ইত্যাদি প্রকাশনা, আয়না রক্ত হল্লা ২০০৭ ইত্যাদি প্রকাশনা, বাতাস তাড়িত শব্দ ২০১০, বাঙলায়ন, শূন্য ও পৃথিবী ২০১৭, সংবেদ, গোলাপের নাম মৃত্যু ২০২১, সংবেদ, লিখো জন্ম লিখো আয়ু ২০২২, বিদ্যাপ্রকাশ।
গল্পগ্রন্থ : চারকোল ২০০৮, পাঠসূত্র প্রকাশনা।
অনুবাদ গ্রন্থ: সিলভিয়া প্লাথের এরিয়েল ২০১০, ঐতিহ্য প্রকাশনা, নারীস্বর ২০১৩, ঐতিহ্য প্রকাশনা, সি পি কাভাফির কবিতা ২০১৯, সংবেদ প্রকাশনা।
প্রবন্ধের গ্রন্থ: শিল্প ও নারীসত্তা, ২০১৩, সংবেদ প্রকাশনা।