প্রথম সিঙ্গলসেই বাজিমাত
প্রথমে গানটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, মনে হয়েছিল কোনও সিনেমার গান। কারণ গানটা একটা ট্র্যাজিক লাভ সিকোয়েন্সের উপর। স্ক্রিনিংয়ে ভিকি কৌশল এবং নোরা ফতেহি। গানটার নাম ‘বড়া পছতাওগে’।
হ্যাঁ, এটাই অরিজিৎ সিংহের প্রথম সিঙ্গলস। আর প্রথম সিঙ্গলসেই তামাম নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। সাম্প্রতিককালে ফিল্মি গানের বাজারে সিঙ্গলস-এর একটা প্রয়াস থাকলেও, তা কোনওদিনই ফিল্মের গানের মতো সর্বাত্মক জনপ্রিয়তা পায় না।
গানটিতে অরিজিৎ তাঁর গায়কিও বদলেছেন, সেই সঙ্গে মন ভরিয়েছে তাঁর নিজস্ব ড্রামা এবং প্যাশন। গত শুক্রবার ভূষণকুমার প্রযোজিত ‘জানি ভে’ অ্যালবামের এই একটি সিঙ্গলস প্রকাশিত হয়। গানটির লিরিক্স পাঞ্জাবি ভাষার। ম্যান্ডোলিন ও গিটারের অন্যরকম ব্যবহার রয়েছে গানটিতে। গানটির কথা লিখেছেন জানি, গানটি কম্পোজ করেছেন বি প্র্যাক। সিঙ্গলসের দুনিয়ায় সত্যিই একটা অন্যরকম প্রয়াস। মাত্র দু’দিনেই গানটির শ্রোতার সংখ্যা প্রায় ১৯ মিলিয়ন।