| 27 এপ্রিল 2024
Categories
ইতিহাস সংস্কৃতি সংবাদ

‘আর্যাবর্তের প্রেম’

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আগামী বুধবার ১৩ মার্চ সন্ধ্যা ৬টায় কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আর্যাবর্তের প্রেম’ শিরোনামে এক বাচিক অনুষ্ঠান।

অনন্যা পালের গল্পে বাচিক অনুষ্ঠানে মূল কথিকা পাঠ করবেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী,এবং ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বর্তমান প্রশিক্ষক, অধ্যাপিকা  শ্রাবন্তী বসু। একক পরীক্ষামূলক উপস্থাপনা। গল্পকথন। সঙ্গে থাকবেন নরেশ নন্দী, উজ্জ্বল ভট্টাচার্য ও রিমু চৌধুরী এবং আবহে থাকবেন রাণা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণী বসু, ঊষা গাঙ্গুলী এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়।

হেলো হেরিটেজ এর উদ্যোগে আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যায় সহযোগিতা করেছে আই সি সি আর। পৃষ্ঠপোষকতায় আছে বই চিত্রকথা ও মেঘমা ট্যুরিজম।

অগ্রীম টিকেট বুকিং দিতে +৯১৮৭৭৭০১৯৮০৫, +৯১৭৩৮৪৮৫৯১২৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত