ঢাকায় শুরু হচ্ছে তিনদিনের চিত্র প্রর্দশনী
গুলশানের ইন্টারন্যাশনাল ক্লাবে আগামী ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত‘রিদমিক স্টোক’ প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপি এক চিত্র প্রর্দশনী।
এই চিত্র প্রদর্শনীতে স্থান পাবে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, জামাল আহমেদ, শেখ আফজাল, রনি আহমেদ, নাজমা আখতার, রফি হক, আনিসুজ্জামান আনিস, জাহাঙ্গীর হোসেন, মিনি করিম, আফরোজা জামিল কনকা, প্রশান্ত কর্মকার বুদ্ধ এবং প্রীতি আলীর উল্লেখযোগ্য শিল্পকর্ম।
গুলশান ২ এর বাড়ি নাম্বার জি-৩ রোড নাম্বার ৮৩ এর ইন্টারন্যাশনাল ক্লাবে এই চিত্র প্রর্দশনীটি ৭-৯ মার্চ দুপুর ১২টা থেকে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে ৭মার্চ সন্ধ্যা ৭টায়।
প্রর্দশনীটি দর্শক, চিত্রশিল্পী ও শিল্পবোদ্ধাদের মিলন মেলায় পরিণত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
“রিদমিক স্টোক” প্রদর্শনীটি পৃষ্ঠপোষক লাখধানাভি বাংলা পাওয়ার লিমিটেড, রিধা রাহিদ রানইয়া করপোরেশন, ইয়ং লেবেলস লিমিটেড ও ইয়ং সকস লিমিটেডের সৌজন্যে।