
অনিতা দেশাই
ছোটগল্পকার ও ঔপন্যাসিক
ভারতীয় ডায়াসপোরা লেখকদের একজন। তার জন্ম জন্ম ১৯৩৫ সালের ২৪ জুন, ভারতের উত্তরাখণ্ডের মসুরিতে। তিনি একধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক। জার্মান মা ও বাঙালি বাবার সন্তান অনিতা দেশাই পড়াশোনা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনায় নিয়োজিত।
পশ্চিমে, মায়ের কাছে বড় হয়ে উঠলেও পিতৃভূমি ভারতের কথা কখনও ভুলে যাননি তিনি, সব সময়ই গভীর টান অনুভব করেছেন। জার্মান, বাংলা, উর্দু, হিন্দি ও ইংরেজি শিখে বড় উঠলেও ইংরেজিকেই তিনি সাহিত্যভাষা হিসেবে গ্রহণ করেছেন। অনিতা দেশাইয়ের বইগুলোর মধ্যে 'দি আর্টিস্ট অফ ডিসএপিরেন্স (২০১১), ডায়মন্ড ডাস্ট অ্যান্ড আদার স্টোরিজ (২০০০), ফাস্টিং, ফেস্টিং (১৯৯৯), বাউমগার্টেনের'স বোম্বে (১৯৮৮), ইন কাস্টডি (১৯৮৪), দ্য ভিলেজ বাই দ্য সী, (১৯৮২), ক্লিয়ার লাইট অফ ডে (১৯৮০), ফায়ার অন দ্য মাউন্টেন (১৯৭৭), দ্য পিকক গার্ডেন (১৯৭৪), ভয়েসেস ইন দ্য সিটি (১৯৬৫), ক্রাই, দ্য পিকক (১৯৬৩) ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি এ পর্যন্ত তিনবার বুকার পুরস্কারের শর্টলিস্টে এসেছেন। '৭৪-এ 'ফায়ার অন দ্য মাউন্টেন' উপন্যাসের জন্য পেয়েছেন ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার। 'দ্য ভিলেজ বাই দ্য সী' গ্রন্থের জন্য পেয়েছেন 'গার্ডিয়ান চিলড্রেন'স ফিকশন অ্যাওয়ার্ড'। খ্যাতনামা এই ডায়াসপোরা লেখককে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করা হয়, ২০১৪ সালে। তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ সাহিত্য সংস্থা 'রয়্যাল সোসাইটি অব লিটারেচার' এবং আমেরিকার 'একাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্স'-এর সম্মানিত সদস্য। অনিতা দেশাইয়ের মেয়ে কিরণ দেশাইও লেখালেখি করেন। কিরণ তাঁর 'দ্য ইনহেরিটেন্স অব লস' উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছেন ২০০৬-এ।
