
আয়েশা খাতুন
জন্ম সত্তরের দশকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়।বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিদ্যায় স্নাতকোত্তর।কর্মজীবন শুরু সমাজসেবী সংস্থায়।প্রথম প্রকাশিত বই ফরিদার সাতকাহন।দ্বিতীয় গল্পসংকলন ফিরে আয় ফুলবউ।উপন্যাস ভাঙন চরিত কথা।কাজের স্বীকৃতি স্বরুপ ২০০৩ সালে পেয়েছেন রোকেয়া পুরস্কার। ২০০৭ সালে সাহিত্য আকাদেমি থেকে পেয়েছেন ভ্রমণ অনুদান।ভারতীয় ভাষা পরিষদ থেকে যুব পুরস্কার। ২০০৮ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ইলাচঁন্দ স্মৃতি পুরস্কার। ২০১০ সালে বাংলাদেশ দরিয়া নগর কবিতা মেলায় বিশেষ সম্মানে সম্মানিত। ২০১২ সালে সমাজ কর্মী হিসাবে পান রূপসী বাংলা টিভি চ্যানেল থেকে 'আজকের অপরাজিতা' পুরস্কার।
