‘অভিযাত্রিক’-এ ‘অপু’র ভূমিকায় থাকবেন না বাংলাদেশের আরিফিন শুভ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। ভিসা সমস্যার কারণে এই ছবিতে অভিনয় করা হচ্ছে না শুভর। অগত্যা ছেলের হাত ধরে বড়পর্দায় ‘অপু’কে ফেরাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
এই প্রসঙ্গে শুভ্রজিৎ বললেন, ‘‘খুবই আনফরচুনেট। শুভ ভিসা পায়নি। সে জন্যই ছবিটা ও করতে পারছে না। রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে। সকলেই জানেন। সে সব কারণেই এই মুহূর্তে শুভ আসতে পারবে না।’’
চলতি লোকসভা নির্বাচনে বাংলাদেশের দুই অভিনেতা ফিরদৌস এবং নূর অংশ নেওয়ার পরই সমস্যার সূত্রপাত। দ্রুত ওই দুই অভিনেতাকে বাংলাদেশে ফেরার নির্দেশ দেয় হাইকমিশন। ভারতে এই মুহূর্তে বাংলাদেশী শিল্পীদের কাজ করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। শিল্পীরা ভিসা পাচ্ছেন না বলেই খবর। সে কারণেই ‘অভিযাত্রিক’ ছবিটি থেকে সরে দাঁড়াতে হল শুভকে।
.