আউলি ঘুরে আসুন

Reading Time: < 1 minute

যোশীমঠ থেকে সড়কপথে আউলি ১৩ কিলোমিটার। তবে রোমাঞ্চকর রোপওয়ে যাত্রার মজাই আলাদা। মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত পুরু বরফের আস্তরণ এর তলায় চলে যায় এই অঞ্চল। তখন সেই আউলির সেই মোহিনী রূপ দেখে মুগ্ধ হতে হয়। সামনেই স্বমহিমায় দাঁড়িয়ে আছে নন্দাদেবী। এতটাই কাছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। চারপাশে তাকে ঘিরে আছে বেথারতোলি, হনুমান , ব্রম্ভকলম , হাতি , ঘোড়া , পালকি, নীলগিরি , কামেট, নানা প্রকৃতি তুষারবৃত শৃঙ্গ। গোল্ডেন ওক গাছের ছাওয়া বনপথ ধরে  ২ কিলোমিটার হেঁটে ঘুরে আসে যায় গড়সন বুগিয়াল। চেয়ার কারে বসে পাখির মতন উড়ে যান স্কি-পয়েন্টে। সূর্যাস্তের সময় নন্দদেবীর মায়াবী রূপ অনেকদিন মনে থেকে যাবে।

কিভাবে যাবেনঃ

যোশীমঠ থেকে রেলওয়ে ও সড়কপথ দু’ভাবেই যাওয়া যায় আউলি। সড়ক পথে দূরত্ব ১৩ কিলোমিটার। গাড়িতে এলে গড়োয়াল মন্ডল বিকাশ নিগমের লজ পর্যন্ত যাওয়া যায়। আর ১০ নম্বর টাওয়ার পর্যন্ত যেতে হলে রেলওয়ে আমাদের একমাত্র ভরসা।

কোথায় থাকবেনঃ

গড়োয়াল মন্ডল বিকাশ নিগমের স্কি রিসর্ট, ইকনোমি ঘরের ভাড়া ১,৯০৪ টাকা। ফ্যামিলি রুমের ভাড়া ২,৪৬৪ টাকা। ডিলাক্স ঘরের ভাড়া ৩,৫৪০ – ৫,৪২৮ টাকা। নন্দাদেবি ইকো টুরিস্ট রিসর্ট , ডিলাক্স ঘরের ভাড়া ৫,০৯৮ টাকা। ফ্যামিলি রুমের ভাড়া ৬,১৪৬ টাকা। ওয়েবসাইট: www.gmvn.gov.in
প্রাইভেট হোটেল: হোটেল প্রীতম(৮৯১০৯-১২১৬৯), ভাড়া ২,৫০০-৪,০০০ টাকা। মৈনাক রিসর্ট (৯৮৩০৩-৭১৭৪৪) , ভাড়া ৩,০০০ – ৪,৫০০ টাকা।
আউলি রিসোর্ট, কটেজ এর ভাড়া ৩,০০০ টাকা

 

 

 

.

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>