আনুমানিক পঠনকাল: 2 মিনিটতোমার আঁচলে নেমেছে নীলআকাশ
মনের মুকুরে দেখি রঙিন মুখখানি
তাকিয়ে আছো নিরুক্ত সন্ধ্যায়
পদ্মগুলি ফুটে উঠছে স্নেহের বিলে
কাশ দুলছে হৃদয়নদীর উপকূলে
লুকোচুরি আজও ছুটছে স্মৃতির রাস্তায়
নুয়ে পড়ছে ধান সোনালি আভাসে
তুমি রোদ্দুরের দিকে বাড়ালে হাত
ঝিকিমিকি আংটিগুলি মরমী করাত
আনমনে ডেকে নেয় আমাকে আবার
কবরী খোঁপায় দেখি জুঁই ফোটে কার!
কুয়াশায় স্মৃতি খুঁজে ফিরি
ভেজা স্মৃতিগুলি আজ শুধু ওম নিতে আসে
একফালি রোদ এসে গড়াগড়ি খায়
নিরীহ বেদনাগুলি একটু আগুন চায়
চাদর সরালে দেখি ফর্সা হাতে
নতুন রসের ঘ্রাণে ডুবে যেতে থাকি
গাছের ছায়ায় আজও অপেক্ষা আমার
দূরে কোথাও তোমার কন্ঠের প্রতিধ্বনি
চুল খুলে একাকী তুমি পুকুর ঘাটে
আর উজ্জ্বলতা হারানো নেলপালিশ গুলিও
পাতায় পাতায় গাছের জীবনবোধ
তৃষ্ণা নিয়ে সারা দুপুর কাটে
ঘরের ভেতর তোমার ছায়া আঁকি
শুভেচ্ছারা বাঁচতে চাইছে নতুন উৎসবে
মাছের পেছনে ছুটি সারারাত সারাদিন
গভীর জলের দিকে চলে যায় দুরন্ত মাছগুলি
মাছেদের সরলমন জটিলমন আজও কি বুঝি?
শুধু জল ঘেঁটে ঘেঁটে জলের তলায় ডুবে যাই
নৌকার ওপর দোলে জীবিকা আমার
জলের খাতায় লিখে যাই জলসমাচার
গ্রামের নাম রূপপুর, ঘোড়াগুলি রূপক
পথের মাঝে নদী আছে,তার নাম সময়নদী
পেরিয়ে গেলেই রাজার বাড়ি
ধারণাগুলি জিরিয়ে নিচ্ছে,জেগে উঠছে
আমরা শুধু গল্প শুনছি, গল্পের ভেতর পাখি উড়ছে
অনুভূতিরাই একে একে দরজা খুলে ঢুকতে চাইছে
মনই শুধু ভেঙে ফেলছে বাস্তবে তার যত সীমানা
কেউ কি জানে রূপপুরের কোন্ ঠিকানা?
দরদিয়া বাতাসে গান খুঁজতে খুঁজতে
অথচ সব গান-ই ইংরেজি শব্দের এখন
সেসব দীক্ষাও ভিক্ষা মনে হয়।
তবু এ-বিকেলে কেন যে হলুদ জ্বর
সব অনুমান হনুমান হয়ে যায়…
তোমার ভাষা আজ অনন্তের ভাষা
তোমার হৃদয় আমাদের হৃদয়ে জাগ্রত
এ দুর্যোগে কে আর মানবিক প্রত্যয় জাগাবে?
কার তীব্র সংরাগে এ কলম তরবারি হবে?
এ রোদ্দুরে এ স্বপনে এই কাঙ্ক্ষিত জীবনে
তুমিই চৈতন্যগান গাও আমাদের কণ্ঠস্বরে।
তোমার সাহিত্যরথে আমাদের উদ্দাম সফর
দিকে দিকে মহানন্দ অদ্ভুত বিজয়
বারবার চেয়ে দেখি ওই মুখ ওই হাত
ওঠানামা করে ওই বুকের পাঁজর…
সংগোপনে এসে ছুঁয়ে যাও বারে বারে
আকাশ বাতাস আজ তোমারই ঘোষণা করে:
আবার এসেছি ফিরে…আবার অনন্ত কুহক
সকলের মাঝে তুমি অনন্ত এক এবাদুল।
জন্ম: ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।পিতা ও মাতার নাম :জিকির খান ও নওরাতুন । বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশুনো । প্রেমেন্দ্র মিত্রের কবিতায় পি এইচ ডি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ ‘কোথায় পা রাখি’(১৯৯৪)। কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি, নির্ঘুমের হ্রস্ব ধ্বনি, আকাঙ্ক্ষার ঘরের জানালা, সভ্যতা কাঁপে এক বিস্ময়ের জ্বরে, সর্বনাশের ডায়েরি ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য পুরস্কার, নতুনগতি সাহিত্য পুরস্কার ইত্যাদি ।
ঠিকানা :
রামরামপুর (শান্তিপাড়া),
ডাকঘর রামপুরহাট,
জেলা বীরভূম,
পিন কোড ৭৩১২২৪,
পশ্চিমবঙ্গ, ভারত ।
ফোন ৯৩৩২৯৯১২৫০
Related