| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

পাঁচটি কবিতা । ফিরোজ শাহ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

তিল

মধ্যমার ডানদিকে একটা তিল

ভোরের দিকে ডাকে

ঘুমের বৃত্তঘর ভেঙে

 

একটি কাক

তিলের ভেতরে গলিত রাত পান করে 

 

গড়ে তোলে তারাদের প্রজননখামার। 

 

 

প্রত্যাবর্তন

বই থেকে

বের হয়ে একটি শব্দ
পানি খাচ্ছে

ডিগবাজি খেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে বনে। 

 

 

 

মার্বেল

ছুটে যাচ্ছে তিনটা মার্বেল

 

সবুজ মার্বেল বন হচ্ছে

সাদা মার্বেল আকাশ হচ্ছে


নীল মার্বেলটা ঘুরে ঘুরে ঢুকে যাচ্ছে আমার ভেতরে। 

 

 

ঘোড়া

ভাতের ডেকচিতে

সিলভারের আকাশটা জাল দিলে
সেদ্ধ হতে হতে

শাদা মেঘমালা

কালো ঘোড়া হয়ে ছুটে যায় দিগন্তের মাঠে।

 




রকেট

গ্রামের কিশোরদল রকেট বানালো

অন্য পাড়ায় রক্তের গন্ধ পেয়ে
ফড়িঙদল

উড়ে যেতে যেতে খেয়ে ফেললো সেই সব রকেট।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত