| 27 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

দুটি কবিতা । তৌহিদুল ইসলাম মুহাম্মদ তৌহিদ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
কপটতা ও হৃদ্যতা 
টেন পার্সেন্ট হিস্যায় অসহায় মানুষের ভাগ্য সিন্ডিকেটে বিক্রি করা মন্ত্রী মশাইও সততার বুলি আওরান!
মোবাইল ফোনে ঘুসের রফাকারীর কাছেই সৌজন্যবশত ‘সন্তান মানুষের মতো মানুষ হোক’ এই দোয়া চান প্রাইভেট কারে ঘুসের টাকাসহ কিছুক্ষণ জ্যামে আটকে থাকা অফিস ফেরত বড় কর্তা!
ওয়াজের হাদিয়া কম হলেই ‘সিডিউল নাই’ সাফ জানিয়ে দেন জনপ্রিয় হুজুর!
“এই লন স্যার, দেইখা লন, এক্কেবারে ফ্রেশ বকুল ফুলের মালা। দাম দশ টাকা। খুচরা না থাকলেও লইয়া যান, দাম দেওন লাগবো না”!
কী অবলীলায় পরম হৃদ্যতা শেখায় সাত বছরের পথশিশু দীপা।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla kobita Tauhid
বৈরিতা
সকালের মিষ্টি রোদে
      যাকে খুঁজে ফিরি,
দুপুরেই অগ্নিবাণে বিঁধ সেই তুমি!
ভাবি যত বিকেলের সুশীতল ছায়া
তত বাড়ে তব ক্রোধ,
       মিছে সব মায়া।
যত ভাবি তোমাকে গোধূলির স্নিগ্ধতা
ততই সন্ধ্যে ঘনাও!  এতই বৈরিতা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত