দুটি কবিতা । তৌহিদুল ইসলাম মুহাম্মদ তৌহিদ
কপটতা ও হৃদ্যতা
টেন পার্সেন্ট হিস্যায় অসহায় মানুষের ভাগ্য সিন্ডিকেটে বিক্রি করা মন্ত্রী মশাইও সততার বুলি আওরান!
মোবাইল ফোনে ঘুসের রফাকারীর কাছেই সৌজন্যবশত ‘সন্তান মানুষের মতো মানুষ হোক’ এই দোয়া চান প্রাইভেট কারে ঘুসের টাকাসহ কিছুক্ষণ জ্যামে আটকে থাকা অফিস ফেরত বড় কর্তা!
ওয়াজের হাদিয়া কম হলেই ‘সিডিউল নাই’ সাফ জানিয়ে দেন জনপ্রিয় হুজুর!
“এই লন স্যার, দেইখা লন, এক্কেবারে ফ্রেশ বকুল ফুলের মালা। দাম দশ টাকা। খুচরা না থাকলেও লইয়া যান, দাম দেওন লাগবো না”!
কী অবলীলায় পরম হৃদ্যতা শেখায় সাত বছরের পথশিশু দীপা।

বৈরিতা
সকালের মিষ্টি রোদে
যাকে খুঁজে ফিরি,
দুপুরেই অগ্নিবাণে বিঁধ সেই তুমি!
ভাবি যত বিকেলের সুশীতল ছায়া
তত বাড়ে তব ক্রোধ,
মিছে সব মায়া।
যত ভাবি তোমাকে গোধূলির স্নিগ্ধতা
ততই সন্ধ্যে ঘনাও! এতই বৈরিতা?

ইসলাম মুহাম্মদ তৌহিদ একজন সক্রিয় মানবাধিকার কর্মী। তিনি তৌহিদ নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন হাসানপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। মো. নুরুজ্জামান মাস্টার ও জিন্নাতুন নেছা তাঁর জনক-জননী। ইংরেজিতে (সাহিত্য ও ভাষাতত্ত্ব) স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৪তম বিসিএস নন-ক্যাডার থেকে তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। ৮ এপ্রিল তাঁর জন্মদিন।