আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
এক.
তারা বোকা নয়
পাড়ার ঠেকের আড্ডাগুলো ঢুকে পড়ে স্মৃতিতে
শামুকের মতন
বিনীত জোনাকি বুড়ো হয়
গলে যায় মোমের পৃথিবী
.
দুই.
সব ঝংকার লোহা,তামা, পিতলের নয়
সমুদ্রের নিচেও একটা বাইশ গজ থাকে —
অপেক্ষায় গান থাকে ; থাকে প্রার্থনার দিন
চোখ নয় যেন তারাভাষা
সূর্যের ঘড়িতে বিস্ময় মশলা!
নিশ্বাস হয়তবা থামে ; ভ্রমণ থামে না।
.
তিন.
ত্বকের রঙ বদলে যায় ; চট করে নয়; যায়
সালোকসংশ্লেষ কোনো পরিচ্ছেদ নয়
একটা কবিতা
চাইলে বিতর্ক জুড়ে দেওয়াই যায়–
সমস্ত বসার ঘর একটা মিথ্যের রান্নাঘর
(বেস্ট ফুট ফরোয়ার্ড)
সব ঘাসকে আন্তর্জাতিক হতে দেওয়া হয় না
জন্ম কোচবিহারে। পেশা শিক্ষকতা।ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। শখ ছবি আঁকা ; গান শোনা ; ফটোগ্রাফি। প্রথম কাব্যগ্রন্থ ‘পেজমার্ক (২০১৭)। সহ সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন ‘মুজনাই সাহিত্য পত্রিকা ‘ এবং ‘ মোহনা সাহিত্য পত্রিকা’ র সাথে।