| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

ইরাবতী কবিতা: নোটবুকে টুকে রাখে যারা । উদয় সাহা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

এক.
তারা বোকা নয় 
পাড়ার ঠেকের আড্ডাগুলো ঢুকে পড়ে স্মৃতিতে
                                                 শামুকের মতন
বিনীত জোনাকি বুড়ো হয়
গলে যায় মোমের পৃথিবী
.
দুই.
সব ঝংকার লোহা,তামা, পিতলের নয়
সমুদ্রের নিচেও একটা বাইশ গজ থাকে —
অপেক্ষায় গান থাকে ; থাকে প্রার্থনার দিন 
চোখ নয় যেন তারাভাষা
সূর্যের ঘড়িতে বিস্ময় মশলা!
নিশ্বাস হয়তবা থামে ; ভ্রমণ থামে না। 
.
তিন.
ত্বকের রঙ বদলে যায় ; চট করে নয়; যায়
সালোকসংশ্লেষ কোনো পরিচ্ছেদ নয়
                                   একটা কবিতা
চাইলে বিতর্ক জুড়ে দেওয়াই যায়–
সমস্ত বসার ঘর একটা মিথ্যের রান্নাঘর 
(বেস্ট ফুট ফরোয়ার্ড) 
সব ঘাসকে আন্তর্জাতিক হতে দেওয়া হয় না 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত