| 19 মার্চ 2024
Categories
সেল বাজার

বইমেলা ২০২০

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

দীপক বন্দ্যোপাধ্যায়  মূলতকবি এবং প্রাবন্ধিক ‘মৃত্যুর জন্য বেঁচে নেই’ – ইচ্ছেকথা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ।  ‘মৃত্যুর জন্য বেঁচে নেই’ বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে যুগ সাগ্নিক এর টেবিল নং ২৩০শে পাওয়া যাচ্ছে। বইটির মুখবন্ধ লিখেছেন কবি, শিশু সাহিত্যিক এবং পরিবেশ দার্শনিক ড: ব্রজেন্দ্রনাথ ধর। তিনি মুখবন্ধে লিখেছেন-


কবিতা ব্যাপারটাই অদ্ভুত এক নেমেষারণ্যে একার উচ্চারণ। যার শরীরে তৃণের সামুদ্রিক আভা থেকে অক্ষয়বটের অজস্র ঝুরি। সেখানে বিস্ময়ের দোলনে হৃদয়- হরণ।

কবি মৃত্যুবরণ করতে চান না। চিরকাল অনুভব-বল্লরি বাড়াতে চান-এক হৃদয় থেকে অন্য হৃদয়ে, এক প্রহর থেকে অন্য ভূখণ্ডের বিহ্বলতায়। তাই কবি দীপক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় কাব্যগ্রন্থ উচ্চারণ ‘মৃত্যুর জন্যে বেঁচে নেই’। তাঁর এই প্রতীতি উচ্চারণের ঐশ্বর্য পাঠককে প্রাণীত করে।

 এ কবির জীবন-যাপনের প্রতি মুহূর্তে যে কবিতার রণন – তা এ কাব্যগ্রন্থের বাহাত্তরটি কবিতায় বিধৃত। সময়ের খনিজ থেকে নানাবিধ কবিতা-আকরিক সংগ্রহ করেছেন তিনি। উদ্ববাস্তু জীবনের কান্না, সুবিধাবাদী কবিদের কর্তা ভজা কীর্তন ও ধর্মকে বিদ্রুপ কথার জালে আবদ্ধ করার হীন-মানসিকতা, শ্রমজীবি মানুষের ঘ্রাণের গন্ধে বেঁচে থাকার পৌ্রুষ আবার একান্ত স্মৃতি ও প্রেমের নৈবেদ্য-এই বিবিধ ফসলে কবির কবিতা জমিন- লীলাময়। এই লীলায়িত ভুবন ভ্রমণে মনে হয় – এ কবির কবিতা বিবেকী বিভায় মণ্ডিত। ‘জমি যে ম ন্দির…পেটে যে আছে/ সেও একদিন হাল দেবে/ ফসল ফলাবে/’ ভিড়ে ঠাসা লোকাল ট্রেন/ সুগন্ধ ছড়ায় পরিশ্রান্ত মানুষের’’ ‘ধর্ম কোন স্বপ্নাদেশে আসা আলেয়া নয় / আলোর পতাকা’’।
তাঁর এই প্রতীতি উচ্চারণের মধ্যেই যেন স্বপ্ন এ বইয়ের বর্ণময় ত্রিধারা।

আসলে কবি তো পাঠকের হৃদয় কে জারিত ক রার সংবেদ আহরণ করেন তাঁর জীবন চর্চার একান্ত নৈমিষারণ্যে। এই কবি ক্রমশঃ শুকদেব হ য়ে উঠুন- এই প্রার্থনা।

ড: ব্রজেন্দ্রনাথ ধর
কবি, শিশু সাহিত্যিক এবং পরিবেশ দার্শনিক
পশ্চিমবঙ্গ, ভারত

বইটি থেকে একটি কবিতা

 

মৃত্যুর জন্য বেঁচে নেই

মৃত্যুর জন্য বেঁচে নেই
নিশ্চুপ হাহাকার হয়ে
অস্থিরতায় ভাসলে
কার কি এসে যায়
কিসের অপেক্ষায় জেগে থাকা
ভূত প্রেতও পরস্পর কথা বলে
যদিও ম্যাসেঞ্জারে নয়
তাহলে কাকেই বা ভয় কেনই বা থমকে যাওয়া
আকাশও কি এখনো সীমানার
ভাগ হয়ে আছে আমার তোমার
মৃত্যুর জন্য কোনদিনও বাঁচিনি
যতটুকু প্রাণ আজও আছে
শিখেছি হারতে নেই
ছোট খাটো মৃত্যুর কাছে

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত