| 19 মার্চ 2024
Categories
সেল বাজার

বইমেলা ২০২০

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

“আলালদের আনন্দঘর” নিয়ে লেখক রুখসানা কাজল লিখছেন-

 

এরশাদ বিরোধী আন্দোলনের এক সন্ধ্যায় ধাওয়া দাবড়ানি, মার খেয়ে রোকেয়া হলে জমা হয়েছি। একটি মেয়ে খুব বেশি আহত। ওর বাসায় ফোন করে জানাতেই একজন পুরুষ বিশ্রী রকমভাবে জানিয়ে দিল, তার কোন মেয়ে নেই।
ফোনের পর ফোন করেও কোন সাড়া পাওয়া গেল না। শেষ পর্যন্ত মেয়েটি জানালো, অই ভদ্রলোক ওর মায়ের দ্বিতীয় স্বামী। ওকে আর ওর ভাইকে পছন্দ করে না। ভাই হোস্টেলে আর ও কোন রকমে ওই বাসায় থাকে।
পরদিন সকালে মেয়েটির মা এসেছিল ওকে নিতে। বিব্রত, বিমর্ষ, দ্বিতীয় বিয়ে করে যেনো অপরাধ করেছেন, এমন অসহায় যন্ত্রণায় ভরা মায়াবী মুখ আগে কখনও দেখিনি। তবে কি সন্তানসহ দ্বিতীয় বিয়ে করা নারীর জন্যে অপরাধ ?
বিয়ে ত একটি চুক্তি। নানা কারণে ভাঙতেই পারে। সে ক্ষেত্রে একজন পুরুষ তার সন্তানদের জন্যে পুনরায় বিয়ে করে সৎ মা এনে মায়ের যত্নে নিজের সন্তানদের মানুষ করতে বলতে পারে। নারীরা কেন পারে না ? কেন দ্বিতীয়বার বিবাহিত নারীর সন্তানদের নানানানী, মামা খালা, চাচা ফুফুদের কাছে আশ্রিতের মত থাকতে হবে ?
পুরুষ তবে কে ? সে ত পিতৃত্বের মহানায়ক। সে কেন পারে না স্ত্রীর আগের পক্ষের ছেলেমেয়েদের পিতা হয়ে উঠতে ?
“আলালদের আনন্দঘর” একজন বিধবা নারীর সন্তানসহ দ্বিতীয় বিয়ে নিয়ে লিখেছি। খুব ইচ্ছে নারীদের সাথে পুরুষরাও বইটি পড়ুন।

 

আলালদের আনন্দঘর

 প্রকাশকঃ তাশরিক ই হাবিব,

প্রকাশনাঃ পরানকথা,

পরিবেশকঃ প্রকৃতি



কিশোরীর চোখে মুক্তিযুদ্ধ 

বইটি প্রকাশ করেছে

ইত্যাদি গ্রন্থ প্রকাশ || প্যাভিলিয়ন ১০


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com


অনুপ্রাণন প্রকাশনী থেকে আসছে রুখসানা কাজলের অণুগল্প। পাওয়া যাবে স্টল নং২৩১-২৩২


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত