| 29 নভেম্বর 2024
Categories
সেল বাজার

বইমেলা ২০২০

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

ছোটগল্প যারা লেখেন বা লিখতে চান, ছোটগল্প পড়েতে পছন্দ করেন, বইটি বিশেষ করে তাদের জন্য। সৈয়দ শামসুল হকের গল্পের কলকব্জা পড়ে যারা উপকৃত হয়েছেন, তাদের আরো একধাপ এগিয়ে নেবে।

কেন?

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ফেবল-প্যারাবল, উপকথা-রূপকথা, ফ্যান্টাসি-লোকগল্প, আখ্যান, জাদুবাস্তব গল্প-পরাবাস্তব গল্প, বাস্তববাদী গল্প, গল্পহীন গল্প-অণুগল্প, টুইস্ট এন্ডিং গল্প, ডায়াসফোরিক গল্প, উত্তরাধুনিক গল্প, মেটাফিকশন, প্রভৃতি গল্পের কাঠামো বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটা বিভাগ থেকে দৃষ্টান্ত হিসেবে বিশ্বের প্রতিনিধিত্বশীল একটা করে গল্প অনুবাদে উপস্থাপন করা হয়েছে।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

প্রতিটি গল্প আবার বিভিন্ন সাহিত্যতত্ত্ব দিয়ে কিভাবে পাঠ করা যায় সেটাও দেখান হয়েছে। যেমন কোনো একটি গল্পকে অবয়ববাদ সাহিত্যতত্ত্ব, ফরমালিস্ট লিটারারি ক্রিটিসিজম, বিনির্মাণ সাহিত্যতত্ত্ব, লেখক-জীবনীভিত্তিক সাহিত্যতত্ত্ব, ঐতিহাসিক সাহিত্যতত্ত্ব, মার্কসীয় সাহিত্যতত্ত্ব, নারীবাদ সাহিত্যতত্ত্ব, মনস্তাত্ত্বিক সাহিত্যতত্ত্ব, অস্তিত্ববাদ সাহিত্যতত্ত্ব, উত্তর-উপনিবেশবাদ সাহিত্যতত্ত্ব, সামাজিক সাহিত্যতত্ত্ব, পুরাণভিত্তিক বা ধর্মীয় সাহিত্যতত্ত্ব, পাঠক-প্রতিক্রিয়া সাহিত্যতত্ত্ব, পরিবেশবাদ সাহিত্যতত্ত্ব, বাস্তববাদ সাহিত্যতত্ত্ব প্রভৃতি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানো হয়েছে একটা গল্পের কতরকম পাঠ সম্ভব।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

আরো আছে, ছোটগল্পের তুল্যপাঠ, ১৪জন গল্পকারের গল্পের শৈলী ধরে আলোচনা, ১৫জন বিশ্বখ্যাত গল্পকারের গল্পলেখার টিপস।

প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশনস।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত