| 9 অক্টোবর 2024
Categories
খবরিয়া

লেবাননে জোড়া বিস্ফোরণ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবারের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ধ্বংসস্তুপ থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

https://twitter.com/berkanyrm_1/status/1290755600134144001?s=09

স্থানীয় গণমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

কি থেকে এত বড় বিস্ফোরণ ঘটল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই বিস্ফোরণ ঘটেছে একটা স্পর্শকাতর সময়ে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই।

গাড়ি বোমা বিস্ফোরণে মি. হারিরির হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেবার কথা শুক্রবার।

অন্য বিস্ফোরণটি বৈরুত শহরের অন্য একটি এলাকায় মি. হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত