এ বছর বিপিএল হচ্ছে না

Reading Time: < 1 minute

আগামী ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা। বিপিএলে গভির্নিং কাউন্সিল কিছুদিন আগে এই ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এ বছর নাকি বিপিএল হচ্ছে না।

আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘এ বছর বিপিএল হবে না। আমার সময়ে তৈরি করা আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসাবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি আগামী বছর হবে।’

এদিকে কিছুদিন আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল বলেছিলেন আগামী বিপিএলে থাকব কি না ভাবতে হবে আমাদের। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা পুরোনো ফ্র্যাঞ্চাইজি। আমরা সবচেয়ে পুরোনো দল। এখন পর্যন্ত বিরতি দিতে পারিনি। কিন্তু এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা লাভের অংশ চাইব। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

গত আসরের নিয়ম বদলের পক্ষে নন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান, ‘বিসিবি বারবার বলছে, গেলবারের বিপিএল ছিল ইতিহাসের সেরা সফল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট যদি সফলই মানছে বিসিবি, তাহলে সেই মডেলে বদল কেন আনতে হবে। বদল আনার তো কোনো মানেই হয় না। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নাফিসা কামাল আরো বলেন, ‘নতুন চুক্তিতে আগের নিয়ম চালিয়ে যাওয়া সম্ভব। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, তবে মনে হয় না পুরো কাঠামো বদলে ফেলা জরুরি।’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>