| 26 এপ্রিল 2024
Categories
খবরিয়া চলচ্চিত্র বিনোদন সিনেমা

চলে গেলেন চিন্ময় রায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায় প্রয়াত। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সল্টলেকে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। সেই আঘাত থেকে পরের দিকে সেপটিসেমিয়া হয়ে যায়। সেপটিসেমিয়ার জেরেই চিন্ময় রায়ের মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


স্ত্রী, অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চিন্ময় রায়। মাঝে দুর্ঘটনায় পা ভেঙে যায়। তাঁর ছেলে শঙ্খ রায় জানিয়েছেন, এমনিতে রবিবার সুস্থই ছিলেন চিন্ময়। রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।


চিন্ময় রায়ের জন্ম কুমিল্লায়। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’, সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। বাংলা সিনেমা জগতে তিনি ছিলেন ‘হাসির রাজা’। বসন্তবিলাপ ছবিতে তাঁর ‘একবার বলো, তুমি উত্তমকুমার’ সংলাপ বাংলা চলচ্চিত্রে ইতিহাস।

পর্দার টেনিদার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মেয়ে চেন্নাইয়ে থাকেন। তিনি ফিরে আসার পর সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে।

সূত্রঃ ইটিভি বাংলা

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত