Categories
চূর্নী এবং খোড়
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![মালি পাখি]()
বুকটা পিকুর অলীক নগর, হরিণ চোখের নীল —
সাগর সাগর সব যেন ঘোর ! রূপসী গাঙ চিল !
বুকটা পিকুর পাতার জাহাজ,অনেক অনেক দূর —
ভাসতে ভাসতে — নেই মনে আজ, রঙ ঝরে ঝুর ঝুর !
বুকটা পিকুর মোহর বাতাস, নরম দুধের সর !
শিশির ভেজা জলছবি ঘাস – সাতটি জরীর ঘর !
বুকটা পিকুর উদাস পাখির এক তারাতে ভোর ।
কাজল পরা ঢেউ তির তির — চূর্নী এবং খোড় !
![মালি পাখি](https://irabotee.com/wp-content/litespeed/avatar/c6107308d300835f563a890ba379b7e8.jpg?ver=1738502100)