অনেকদিন পরে ফিরছেন ছোটে নবাব

Reading Time: < 1 minute

 

একসঙ্গে এর আগেও তাঁরা কাজ করেছেন। এজেন্ট বিনোদ এবং এক হাসিনা থি-র মতো থ্রিলার দর্শকরা উপহার পেয়েছেন সইফ আলি খান এবং পরিচালক শ্রীরাম রাঘবনের থেকে। ফের একবার তাঁরা একসঙ্গে আসতে চলেছেন।
বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে থ্রিলার ড্রামার জন্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে সইফ ও শ্রীরামের মধ্যে। প্রাথমিকভাবে নাকি ছবির চিত্রনাট্যও পছন্দ হয়েছে সইফের। তবে এখনও শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। চূড়ান্ত চিত্রনাট্য পড়ে তবেই চুক্তিতে সই করবেন সইফ আলি খান।
এই মুহূর্তে সইফ আলি খান ব্যস্ত তাঁর অন্যান্য ছবির শ্যুটিংয়ের কাজে। হাতে রয়েছে জওয়ানি জানেমন, ভূত পুলিশ, আঁখে ২। এমনও শোনা গিয়েছে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি আজ কাল-এ নাকি কার্তিক আরিয়ানের বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>