ক্রিকেটে প্রায়ই ব্যাটসম্যানকে শূন্য রানে আউট হতে দেখা যায়। ব্যাটসম্যানদের জন্য এটি খুবই হতাশাজনক ব্যাপার। ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও আন্তর্জাতিক ক্রিকেটে এই তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন ৩৪ বার। শূন্য রানে আউট হওয়া মাত্রই কমেন্ট্রি বক্সে বসে ধারাভাষ্যকাররা বলে ওঠেন, ‘হি হ্যাজ গট আ ডাক (Duck)’! অনেক সময় টিভির পর্দায় হলুদ রঙের একটি হাঁসকে হতাশ হয়ে সাজঘরে ফিরে যেতে দেখা যায়।
আসলে ক্রিকেটীয় ভাষায় শূন্য রানে আউট হলে ‘ডাক’ বলা হয়। তবে ক্রিকেটে এই ‘ডাক’ শব্দটি কিভাবে এলো? এটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৮৬৬ সালে। সে বছর জুলাইয়ে একটি ম্যাচে ব্যাটিংয়ে ‘প্রিন্স অব ওয়েলস’ শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। পরের দিনে বৃটিশ একটি পত্রিকা শিরোনাম করেছিলো ‘প্রিন্স রয়্যাল রিটায়ার্ড টু দ্য রয়্যাল প্যাভিলিয়ন অন আ ডাক এগ’। যার মানে হলো হাঁসের ডিম নিয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছেন প্রিন্স রয়্যাল।
এরপর থেকেই ওই শব্দটি ক্রিকেটের ভাষায় যুক্ত হয় এবং পরবর্তীকালে কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হলে তখন ‘ডাক’ শব্দটি ব্যবহার করা হয় যা এখনো চলছে।
ব্যাটসম্যান যদি প্রথম বলেই আউট হয়ে যান তাহলে ‘গোল্ডেন ডাক’ বলা হয়। দ্বিতীয় বলে আউট হলে বলা হয় ‘সিলভার ডাক’। তৃতীয় বলে আউট হলে বলা হয় ‘ব্রোঞ্জ ডাক’। আর কোনো বল না খেলেই যদি ব্যাটসম্যান রান আউট হয়ে যান তখন তাকে ‘ডায়মন্ড বলা’ হয়।
পরিসংখ্যানের দেখা যায়, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ আউট (৫৯ বার) হয়েছেন শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এরপরই রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪ বার শূন্য রানে আউট হয়েছেন।
ডাকের রকমভেদ
- গোল্ডেন ডাক: প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে যাওয়াকে আদর করে ডাকা হয় গোল্ডেন ডাক।
- সিলভার ডাক: ব্যাটসম্যান দ্বিতীয় বলে শূন্য রানে আউট হলে তাকে সিলভার ডাক বলে।
- ব্রোঞ্জ ডাক: ব্যাটসম্যান তৃতীয় বলে শূন্য রানে আউট হলে তাকে ব্রোঞ্জ ডাক বলে।
- ডায়মন্ড ডাক: রান আউট বা অন্য কোনো কারণে কোনো বল মোকাবিলা করার আগেই আউট হয়ে যাওয়াকে বলে ডায়মন্ড ডাক।
- প্লাটিনাম/রয়্যাল ডাক: কোনো ইনিংসের প্রথম বলেই আউট হওয়াকে প্লাটিনাম বা রয়্যাল ডাক বলা হয়।
- টাইটানিয়াম ডাক: দলীয় ইনিংসের শুরুতেই কোনো বল মোকাবিলা না করেই শূন্য রানে ফেরাকে বলা হয় টাইটানিয়াম ডাক। অবশ্য ক্রিকেট মাঠে এই প্রজাতির ‘হাঁস’ আসলেই বিরল।
- পেয়ার: টেস্ট ম্যাচে দুই ইনিংসেই শূন্য রানে আউট হলে তাকে বলে পেয়ার।
- কিং পেয়ার: টেস্ট ম্যাচে উভয় ইনিংসেই প্রথম বলেই শূন্য রানে আউট হওয়াকে বলা হয় কিং পেয়ার।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।