ছোটদের জন্য চলচ্চিত্রের বড় আয়োজন

Reading Time: < 1 minute

 

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’- এই স্লোগানে ৭ দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। গতকাল শনিবার  বিকেল ৫টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১২তম আসর। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এরপর উদ্বোধনী বক্তব্যে উৎসবের ইতিহাস তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। ক্ষুদে পরিচালকদের উৎসাহ দেন তথ্যমন্ত্রীসহ বিশিষ্টজনেরা। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্রখাতে কাজ করার অনেক সুযোগ আছে- এ আয়োজনের মাধ্যমে আমরা তাদের কাছে এ বার্তা পৌঁছে দিতে চাইছি।

এবারের শিশু চলচ্চিত্র উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ছবি পরিচালনা, নির্মাণ, ছবি বাছাই, উৎসবের জন্য পোষ্টার ডিজাইন, ব্রশিয়ার তৈরি সবই করেছে ছোটরাই।

এবার ৪টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত। সপ্তাহব্যাপী এ উৎসবে ৮ টি ভেন্যুতে ৩২ টি দেশের ১৭৯ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

আজ রোববার শওকত ওসমান হলে সন্ধ্যা ৬টায় দেখানো হবে যুক্তরাষ্ট্রের ‘লয়াস’ ও জাপানের ‌‌’ব্লু উইনড ব্লস’ ছবিটি।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>