চিরদিনের পঞ্চম
বলিউডে গানের ধারাটাই বদলে দিয়েছিলেন তিনি। তাঁর সুরের ছোঁয়ায় প্রায় সব গানটি সুপারহিট। সময়ের চৌকাঠ পেরিয়ে যে সব গান আজও সমান জনপ্রিয়। ১৯৫০-এর দশকে বলিউডের গানের জগতে তাঁর প্রথম পা রাখা। সুরের সম্রাট শচীন দেব বর্মনের ছেলে হিসেবে তাঁর থেকে মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু ধীরে ধীরে তিনি তৈরি করে ফেললেন নিজের সুরের রাজপ্রাসাদ।
আর ডি বর্মন থেকে তিনি হয়ে উঠলেন সবার মনের মানুষ পঞ্চম দা। তৈরি করলেন একের পর এক অবিস্মরণীয় সব গান। সুরের রাজার আর ডি বর্মনের আজ ৮০ তম জন্মবার্ষিকী।
উস্তাদ আলি আকবর খান এবং আশিষ খানের যোগ্য শিষ্য আর ডি বর্মনের সৃষ্টি গানের সম্ভার থেকে কোনও একটিকে প্রিয় বলে বেছে নেওয়া প্রায় অসম্ভব। তবুও রইল কয়েকটি এমন গানের খোঁজ যা আপনার মন ভালো করে দেবে। বর্ষাও তো প্রায় এসেই গেল… বাইরে অঝোর ধারা আর ঘরে স্পিকারে বাজুক পঞ্চম দা-র এই সব অসামান্য সৃষ্টি…
১. রিম ঝিম গিরে সাওয়ান….
ছবি: মনজিল (১৯৭৯)
কথা: যোগেশ
গায়ক: কিশোর কুমার ও লতা মঙ্গেশকর
২. তেরে বিনা জিয়া যায়ে না…
ছবি: ঘর
কথা: গুলজার
গায়িকা: লতা মঙ্গেশকর
৩. আনে ওয়ালা পল জানে ওয়ালা হ্যায়…
ছবি: গোলমাল
কথা: গুলজার
গায়ক: কিশোর কুমার
৪. মেরে নেয়না সাওয়ান ভাদো…
ছবি: মেহবুবা
কথা: আনন্দ বক্সি
গায়ক: কিশোর কুমার, লতা মঙ্গেশকর
৫. ও মেরে দিল কে চেয়ন
ছবি: মেরে জীবন সাথী
কথা: গুলজার
গায়ক: কিশোর কুমার
৬. এক লড়কি কো দেখা তো…
ছবি: ১৯৪২ আ লাভ স্টোরি
কথা: জাভেদ আখতর
গায়ক: কুমার শানু
৭. তুম আ গয়ে হো…
ছবি: আঁধি
কথা: গুলজার
গায়ক: কিশোর কুমার, লতা মঙ্গেশকর
৮. মুসাফির হুঁ ইয়ারো…
ছবি: পরিচয়
কথা: গুলজার
গায়ক: কিশোর কুমার
৯. কতরা কতরা মিলতি হ্যায়…
ছবি: ইজাজত্
কথা: গুলজার
গায়িকা: আশা ভোঁসলে
১০. আজা পিয়া তোহে প্যায়ার দু
কথা: মজরুহ সুলতানপুরি
গায়ক: লতা মঙ্গেশকর
১১. চিঙ্গারি কহি ভরকে
ছবি: অমর প্রেম
কথা: আনন্দ বক্সী
গায়ক: কিশোর কুমার
