ট্যুইটারে মায়ের জন্য ৫০ বছরের পাত্র খুঁজছে মেয়ে
আস্থা ভার্মাকে অনেকেই ম্যাট্রোমোনিয়াল ওয়েবসাইটগুলি ব্যবহারের পরামর্শও দেন। কিন্তু আস্থা জানিয়েছেন, টিন্ডার থেকে শুরু করে শাদি ডটকম সমস্ত জায়গাতেই তিনি মায়ের জন্য পাত্র খুঁজেছেন। কিন্তু সফল হননি। আস্থা টুইটারে লিখেছিলেন, “আমি সব জায়গাতেই সন্ধান করে দেখেছি, তবে সফল হইনি। আমি এই বিষয়টিতে দীর্ঘ সময় অব্দি কোনও কথা বলিনি। কিন্তু পরে ভেবে দেখলাম, মায়ের খুশির জন্য আমি খুঁজতেই পারি, এবং এমন একতা জায়গায় কথাটা নিয়ে যেতে পারি যেখানে মানুষজন আমার কথা শুনবেন।”
সংকীর্ণ ধ্যান ধারণা ভেঙে আস্থার এই পদচক্ষেপ স্বাভাবিক কারণেই ভাইরাল হয়েছে। ৩১ অক্টোবর এই পোস্টটি করেছেন আস্থা। তাঁর এই ট্যুইটটিতে এখন পর্যন্ত ৩১ হাজার লাইক জমা পড়েছে এবং হাজারের থেকেও বেশি রি-ট্যুইট করা হয়েছে এই পোস্ট। সকলেই আস্থার এই ভূমিকার প্রশংসা করছেন। বহু মানুষ তাঁদের শুভকামনাও জানিয়েছেন মা-মেয়েকে।
