কথায় বলে বাপের বিয়ে দেখিয়ে ছাড়ব, তবে ঠিক অক্ষরে অক্ষরে এই জিনিস না হলেও নিজের মায়ের বিয়ের জন্য একেবারে কোমর বেঁধে উঠে পড়েছে আস্থা। আস্থা ভার্মা। নিজের মায়ের জন্য খুব স্বাভাবিক ভঙ্গিতেই পাত্র খুঁজছেন তিনি। বিয়ের সঙ্গে যুক্ত যত ওয়েবসাইট রয়েছে সবেতেই মায়ের জন্য প্রোফাইল খুলেছেন আস্থা। মায়ের জন্য পাত্র খুঁজে সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছেন আস্থা। স্বাভাবিকভাবেই ব্যাপক ভাইরাল হয়েছে এই পোস্ট! মা-মেয়ের এমন খোলামেলা বন্ধুত্বের ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। আস্থা ভার্মা তাঁর সঙ্গে মায়ের একটি সেলফি তুলে তা টুইটারে আপলোড করে লিখেছেন, “আমার মায়ের জন্য একজন ৫০ বছর বয়সী পাত্র চাই। নিরামিষাশী হতে হবে, মদ খান না এমন, সম্পন্ন পরিবারের পাত্র চাই।”
https://twitter.com/AasthaVarma/status/1189915673897529345?s=19