গুগল ডকে ভয়েস টাইপিং করুন সহজেই

Reading Time: 2 minutes

অব্যয় সেদিন গল্প করতে করতে বলছিলো এমন যদি হতো যা বলবো তাই টাইপ হয়ে যাবে।

আছে তো এই সুবিধা কেন তুই জানিস না? বলতেই অব্যয় লাফিয়ে উঠলো। ওকে নিয়ে বসলাম গুগল ডক খুলে।

গুগল ডক ওয়েবভিত্তিক একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, যা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মত করে কাজ করে। ক্লাউড এই সার্ভিস ব্যবহার দিন দিন বাড়ছে।

অনেকেই দৈনন্দিন ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা অফিশিয়াল প্রয়োজনে গুগলের এই সার্ভিস ব্যবহার করেন।

কিবোর্ড না চেপেই গুগল ভয়েস কমান্ড দিয়ে কিভাবে টাইপ করা যায় তার ই বিস্তারিত থাকছে টেকশহরডটকমের পাঠকদের জন্য।

এজন্য শুরুতেই দেখে নিতে হবে ল্যাপটপ কিংবা ডেস্কটপ, যা দিয়ে গুগল ডক ব্যবহার করা হবে সেটির মাইক্রোফোনটি সচল রয়েছে কিনা। মাইক্রোফোন সচল না থাকলে সুবিধাটি উপভোগ করা যাবে না।

ধাপসমূহ 

  • প্রথমে ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগল ডক চালু করতে হবে।
  • এরপর যে ডকুমেন্টে কাজ করা হবে সে ফাইলটি চালু করতে হবে নতুবা নতুন ডকুমেন্টের জন্য নতুন ফাইল তৈরি করতে হবে।
  • এরপর ‘টুলস’ অপশন থেকে ‘ভয়েস টাইপিং’ নির্বাচন করতে হবে। সেখান থেকে মাইক্রোফোন আইকনে ক্লিক করে প্রয়োজনীয় পার্মিশন দিতে হবে।

  • এরপর মাইক্রোফোন আইকনে ক্লিক করে কথা বললে সেটি গুগল ডকে টাইপ হয়ে যাবে।

চাইলে সুবিধেমত ভাষাও নির্বাচন করে দেয়া যাবে মাইক্রোন আইকনের সাথে থাকা সেটিংস অপশন থেকে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>