গ্রিনকার্ড চালু করছে সৌদি
কিছুদিন আগে একটি সংবাদে সৌদি প্রবাসীরা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। সৌদি আরব বসবাসরত প্রবাসীদের ক্ষুদ্র ব্যবসা বা মুদি দোকান বন্ধ করে দিতে হবে। ঠিক তখন জানা গিয়েছিলো, নতুন একটি সুখবর আসছে।সৌদি উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাৎকারে এই সুখবরটির কথা বলেছিলেন।
মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভায় ওই প্রস্তাব অনুমোদন পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি প্রেস এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে। মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল ওই প্রস্তাব অনুমোদন করেছিল। মঙ্গলবার তা মন্ত্রিসভার সায় পেল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই ব্যবস্থায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে।
মনে করা হচ্ছে ২০২০ সালের মধ্যে সৌদি সরকার তেল ছাড়া অন্য দিক থেকে প্রতি বছর আরো ১০০ বিলিয়ন ডলার আয়ের যে পরিকল্পনা করেছে। এই গ্রিনকার্ড সেই লক্ষেই পরিকল্পিত।
.