১১
অক্ষর গুপ্ত পাতলা গড়নের মানুষ। টিপিকাল নিরীহ বাংগালী ভদ্রলোক। চুলটা কমে এসেছে কিঞ্চিৎ।
খালি গোল কালো ফ্রেমের চশমার পিছনে চোখদুটো অসম্ভব চকচকে। কেউ খেয়াল করে না চট করে।
উনি তাই চুপচাপ মানুষ দেখার কাজটা চালিয়ে যান সাফল্যের সংগে।
কাস্টমস একটা হাংগর তিমি অধ্যুষিত অন্তহীন সমুদ্র।
অক্ষরবাবু অনেক ওপরের পদে আছেন, খুব সন্তর্পণে।
ওনার সব সময়েই প্রিন্সিপাল হল, সমুদ্রের ঢেউয়ের তলার লুকোনো হিমশৈল হিসেবে টিকে থাকা।
প্রায় অদৃশ্য হয়ে থাকতে আপ্রাণ চেষ্টা করেন লোকটি।
পারমিতার সংগে অক্ষরের ভারি ভাব।
পড়াশোনা করার সময় থেকেই দুই ভাইবোনে মগজাস্ত্রে ডুয়েল লড়ে।
ভাল বই পড়লেই এ ওকে বলে, শোন শোন।
পছন্দের জোকস পেলে ফোনায়, আর খ্যাক খ্যাক করে হাসে। মোদ্দা কথা গলায় গলায় ভাব দিদিতে আর ভাইয়ে।

আইনগত পরিচয়, সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য । পেশায় চিকিৎসক। সপ্তর্ষি প্রকাশন থেকে,”প”, “৫০শে প্রেম” ও “স্টেথোস্কোপ এর পান্ডুলিপি ১ ও ২, ভাষা নগর পুরস্কারে সম্মানিত ২০১৬য়। কাগজের ঠোঙা প্রকাশনের ২০১৭, কবিতার বই ঃ পরমেশ্বরী। ২০১৮ য় ছোটদের গল্পের বই ” রঙ পেন্সিল ও রহস্যের গল্প ” । অণুগল্পের জনপ্রিয় বই ঃ সোনালিনামা ২০১৯ প্রকাশিত রহস্য উপন্যাস, হাভেলি আর ল্যাপটপের গল্প আর গল্পের বই ঃ নানান রকম প্রেমের গল্প । ২০২১এ উপন্যাস : মাধব রাইয়ের গুপ্তধন। ২০২২,গোয়েন্দা গল্প, পুনপুন চরিত। ২০২৩, অলৌকিক গল্পের বইরা: হঠাৎ যদি, এবং আলোর গল্প ও অন্ধকারের গল্প ।
২০২৪ : বই : টেক্কা দোক্কা তেক্কা রহস্য, ৬ প্রেমে ছক্কা।
এছাড়া বিভিন্ন আন্তর্জাল ও মুদ্রিত পত্রিকায় ও প্রকাশিত হচ্ছে সোনালির লেখারা।