| 7 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

হাইকু সিরিজ | সৌরভ  দত্ত  

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

জন্মগত

 

আহত ইতরজন্ম

খেয়ে চলে

আঁশ ফলের বন।

 

ট্রয়টেন

 

বরফের পেয়ালায়

চুমুক দিচ্ছে

ঘুমন্ত ট্রয়টেন।

 

ভাড়াটে

 

ভাড়াটে জানে না

নিরবতা দুপুরের

টেলিগ্রাম জোন।

 

টিনটিন

 

পুকুরধারে নিহত

পড়ে থাকা গাছ

টিনটিনের ক্যাপ্টেন।

 

টিলা

 

আলো হয়ে ওঠা

পাখিদের ডিম

পাথুরে টিলা।

 

ঢেঁকিশাল

 

ঢেঁকিশালের সামনে

ফুল হয়ে ফুটছে

ক্ষর্বুটে চাঁদ।

 

শাক

 

কোঁচড় ভর্তি শাকে

মুখ তোলে

মৃত রোমকূপ।

 

উকুন

 

উকুন বাচতে থাকা

পাগলীটার কোলে

আলোছায়া গান।

 

বাড়ি

 

আরণ্যক বাড়ি

ছিঁড়ে ফেলা

নীল পোশাক।

 

কাঁচি

 

ভাঁড়ে চা ফোটে

খরিদ্দারের হাত

লম্বা কাঁচি।

 

আলজিভ

 

আলজিভ কেটে

নেওয়া মাটি

লুপ্ত ইতিহাস।

 

সরস্বতী

 

নরম বাঁশের সেই

বাদামী আঁশ

একমেটে স্বরস্বতী।

 

চোখ

 

পেঁজা তুলোর চোখে

দুধসাদা কাস্তে

আসন্ন শরৎ।

 

পদক্ষেপ

 

ব্যর্থতার পদক্ষেপ

ভিটেছাড়া

কুকুরের কান্না।

 

ব্লগ

 

ব্লগ থেকে ব্লগে

হাতড়ানো কবিতা

বাতিল চিরকুট।

 

ওয়াকার

 

ওয়াকার ধরে

হাঁটাতে থাকা মা

টলটলে পেঙ্গুইন।

 

লাফিং বুদ্ধ

 

লাফিং বুদ্ধের

হাসি গলন্ত

হিমসোপান।

 

নিউক্লিয়াস

 

প্রোক্যারিওটিক সকাল

সাজাচ্ছে

ভয়ের অরিগ্যামি।

 

আইনস্টাইন

 

আইনস্টাইনের বুটে

বাঁধা থিওরি

ভগ্ন রিলেটিভিটি।

 

ম্যুরাল

 

বেকার স্ট্রিটের

রহস্যময় ম্যুরাল

শার্লক হোমস।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত