শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে আইসিইউ-তে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়
শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে আইসিইউ-তে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। তবে অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। প্রবীণ অভিনেতার বয়েসের কথা মাথায় শরীরে অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্যে চারজনের একটি দল তৈরি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর শারিরীক অবস্থা এখন স্থিতিশীল।
এদিন ভোরের দিকে শ্বাসকষ্ট শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর ছেলে সৌগত চট্টোপাধ্যায় বলছেন, ‘‘আমাদের পরিবার থেকে দ্রুত খবর দেওয়া হয় গৃহচিকিৎসককে। তাঁর পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। আইসিউ-তে ভর্তি করা হয় তাঁকে। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে।’’কিংবদন্তী অভিনেতার মেয়ে পৌলমী বসু জানাচ্ছেন, ‘‘বাবা দীর্ঘদিনই সিওপিডি আক্রান্ত। এখন শরীরে সোডিয়াম পটাশিয়ামেরও ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বাবা এখন অনেকটা ভাল আছেন।’’