Categories
নিঃসঙ্গতার কলরব
আনুমানিক পঠনকাল: 2 মিনিট
ব্যক্তিগত উচ্চারণে হারিয়ে যাচ্ছে খয়েরি ঘুমের রাত। পাহাড়ি রোদ জেগে উঠছে যতি চিহ্নের আয়ুতে।
আবার পৃথিবীর গায়ে সকালের ঘ্রাণ
আবার জেগে উঠেছে পুরোনো অসুখ।
নগরের দড়িতে ঝুলছে মেঘের পোশাক
ন্যাপথালিনের ঘ্রাণ অধ্যুষিত বাতাস
প্রতিবেশি জানালায় মুখোমুখি…বিষণ্ণতা
আহা প্রিয়… কাছে আসা দিনের গায়ে ওষুধ বাগানের বিষণ্ণতা ভর করে আছে!
একটা পাহাড়ের নীরবতা আঁকতে বসে আধঘুমে একটা ট্রেন স্বপ্নে দেখি…
মুমূর্ষু নৌকার নিঃশ্বাস ঢুকে পড়ছে…শহরে, অলিতে গলিতে।
কবরের নৈঃশব্দ্যে সন্ধ্যা নামছে লকডাউনের দিনে৷
জন্ম ১৯৭০ সালের। কর্মজীবন শুরু ১৯৯২-এ ‘ভ্রমণ’ পত্রিকার সাব-এডিটর হিসাবে। ১৯৯৬-৯৭ সালে ঝাড়গ্রাম রাজ কলেজে লেকচারার। ১৯৯৭ সাল থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক। ইতিহাস ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ভ্রমণ ও হিমালয়চর্চা পড়ান। গবেষণার বিষয় ঔপনিবেশিক দার্জিলিংয়ের অর্থনীতিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ভূমিকা। ভ্রমণ বিষয়ে কয়েক হাজার ফটো-ফিচার লিখেছেন দেশ-বিদেশের পত্রিকায়। লিখেছেন ছোটোগল্প ও উপন্যাস। প্রকাশিত ৩৩ টি বইয়ের মধ্যে ২৬টি ভ্রমণকথা। ভ্রমণআড্ডা থেকে ভ্রমণ-সম্মান ২০১৪ ও সিকিম এক্সপ্রেস সংবাদপত্র থেকে ট্রাভেল রাইটার অব দ্য ইয়ার ২০১৬ এবং নবাঙ্কুর সাহিত্য সম্মান ২০১৭ প্রাপ্ত। ভ্রমণচিত্র ও তথ্যচিত্র দেখানো হয়েছে নানা টিভি চ্যানেলে।