Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

বিটিভিতে আবারও ‘এইসব দিনরাত্রি

Reading Time: < 1 minute

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো পারিবারিক গল্পের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’। দেশের করোনা পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকায় নাটকটি আবারও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিটিভি।

আজ (৪ মে) থেকে এটি দেখানো হবে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় এ চ্যানেলটি।

এর আগে করোনার পরিস্থিতিতে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ ধারাবাহিক দুটি প্রচার করেছে তারা।

প্রতিদিন রাত সাড়ে ৮ ও ৯টায় এগুলোর প্রচার হচ্ছিল। নাটকগুলোর প্রচার শেষ হলে ‘বহুব্রীহি’র জায়গায় ‘সংশপ্তক’ ও ‘কোথাও কেউ নেই’-এর স্থানে ‘এইসব দিনরাত্রি’ প্রচারের পরিকল্পনা করে বিটিভি।

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।

বিটিভির অন্যতম প্রশংসিত এ ধারাবাহিক এতটাই জনপ্রিয় ছিল যে, এটা চলাকালীন ঢাকার ব্যস্ত রাস্তা ফাঁকা হয়ে যেত।

এতে রাজধানীতে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সবই নিপুণভাবে ফুঠে উঠেছে।

নাটকটি বিটিভির প্রযোজক মাহফুজা ফেরদৌস তত্ত্বাবধানে এবার প্রচারিত হবে। তিনি জানান, ধারাবাহিকটির গল্প এখনও মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করে। ৩৫ বছর আগে প্রচার হলেও এটি এখনও মানুষ মনে রেখেছেন। এ কারণে করোনাকালে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।

নাটকটিতে অভিনয় করেছেন- বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>