| 27 এপ্রিল 2024
Categories
খবরিয়া

করোনা আক্রান্ত যুবকের সন্ধান মিললো কলকাতায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

রাজ্যে সর্বপ্রথম কলকাতায় করোনা আক্রান্ত এক তরুণের হদিশ মিলেছে৷ বেলেঘাটা আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশনে ভর্তি রাখা হয়েছে দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণকে৷ রাজ্য স্বাস্থ্য দফতর এবার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছে৷ যে বিমানে ওই তরুণ কলকাতায় ফেরেন, সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করছে রাজ্য প্রশাসন৷ সেই বিমানে থাকা বাকি যাত্রীদের সম্পর্কে খোঁজ-খবর করা শুরু হয়েছে৷

মারণ করোনা আতঙ্ক বাড়িয়েই চলেছে৷ এবার খাস কলকাতায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ জানা গিয়েছে, রাজ্যের পদস্থ এক আমলার ছেলে মারণ করোনা ভাইরাসের সংক্রমণে কাবু৷ ১৫ মার্চ ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ৷ বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় করোনার কোনও উপসর্গের দেখা মেলেনি৷ পরে বেলেঘাটা আইডি-তে যেতে বলা হয় তাঁকে৷

সোমবার হাসপাতালে গেলে তাঁকে বাড়িতে কোয়েরান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়৷ মঙ্গলবার ওই তরুণকে ফের আইডি হাসপাতালে ডাকা হয়৷ এদিনই তাঁর করোনা পরীক্ষা হয়৷ সন্ধেয় তরুণের করোনা পজিটিভ রিপোর্ট আসে৷ শুধু ওই তরুণই নন৷ তাঁর মা-বাবা ও গাড়িচালককেও আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷

এবার রাজ্য স্বাস্থ্য দফতর আরও সচেষ্ট হয়েছে৷ ওই তরুণ যে বিমানে কলকাতায় ফেরেন, সেই বিমানে থাকা বাকি যাত্রীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ ইতিমধ্যেই ওই বিমান সংস্থার কর্তাদের সঙ্গে কথা হয়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের৷ ওই বিমানে যাত্রীদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে৷ এবার তাঁদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের সব সিনেমা হল ও অন্য প্রেক্ষাগৃহগুলিও আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনা মোকাবিলায় সোমবারই ২০০ কোটি টাকার তহবিল গড়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

রাজ্যে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে৷ নানা উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ১৮ জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত