| 26 এপ্রিল 2024
Categories
খবরিয়া

মা হিসেবে আজ নিজেকে ধন্য বলেই মনে হচ্ছে: নির্ভয়ার মা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

অবশেষে এক বৃত্ত সম্পূর্ণ হল। দীর্ঘ আট বছরের যুদ্ধের পর জিতে গেলেন এক মা। ন্যায় পেল নির্ভয়া। আজ, সূর্য ওঠার আগেই নির্ভয়াকাণ্ডের চার অপরাধী, মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহকে ফাঁসি দেওয়া হয়। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বাস গোপন করলেন না তিনি। ‘‘বিচার পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমাদের। তবে দেরি করে হলেও আজ ন্যায় পেয়েছে আমার মেয়ে এই জয়ের জন্য আমাদের সরকার, বিচারব্যবস্থা এবং জনগণ, সকলকেই অশেষ ধন্যবাদ। তাঁদের সহযোগিতা ছাড়া এতদূর আসতে পারতাম না। আজ ও বেঁচে থাকলে একজন ডাক্তারের মা হতাম। কিন্তু আজ সারা দেশ আমাকে নির্ভয়ার মা হিসেবেই জানে…. মা হিসেবে আজ নিজেকে ধন্য বলেই মনে হচ্ছে।’’  তবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনও থামেনি তাঁর, জানালেন আশা দেবী। বিভিন্ন কারণে দুষ্কৃতীদের ফাঁসির তারিখ পিছিয়ে গিয়েছিল। এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য পদক্ষেপ করতে চলেছেন তিনি। ‘‘সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাব যাতে এইরকম বিলম্ব ভবিষ্যতে না হয়। যে সব কেসে একজনের বেশি অপরাধী, তারা যেন একসঙ্গে আবেদন জানাতে পারে তার জন্য আবেদন করব আমরা। সবাই আলাদা আলাদাভাবে আবেদন জানালে অযথা বিলম্ব হয়।  ’’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত