পোশাক নিয়ে ফের ট্রোল্ড প্রিয়াঙ্কা
সদ্য হয়ে যাওয়া এ বছরের গ্র্যামি পুরস্কারের মঞ্চে বসেছিল চাঁদের হাট। বিশ্বের তাবড় সেলেবদের সঙ্গে ছিলেন আমাদের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর গায়ক স্বামী নিক জোনাসও। এমনিতেই নিক-প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রোলিংয়ের শেষ নেই। তার উপর গ্র্যামির মঞ্চে যে পোশাক পরে হাজির হলেন প্রিয়াঙ্কা, তার ছবি প্রকাশ হওয়ার সঙ্গে-সঙ্গেই তাঁকে ট্রোল করতে শুরু করে দিলেন নেটিজেনরা।
প্রিয়াঙ্কা চোপড়া পড়েছিলেন একটি সাদা ফ্লোর-লেংথ এমবেলিশড গাউন, যার নেকলাইন নাভির নীচ পর্যন্ত। নেটিজেনদের বক্তব্য, ২০০০ সালে গ্র্যামির মঞ্চে জেনিফার লোপেজকে নকল করতে গিয়েই এই ‘ফ্যাশন দুর্ঘটনা’ ঘটিয়ে ফেলেছেন তিনি। জেনিফার লোপেজর সেই একই রকম নেক লাইনের সবুজ ট্রপিক্যাল প্রিন্টের পোশাক বিখ্যাত হয়ে গিয়েছিল। আর র বেলায় জুটল শুধুই ট্রোলিং!
