ফের নক্ষত্র পতন বলিউডে ইরফান খানের পর ঋষি কাপুর। প্রয়াত হলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী নীতু কাপুর ও ভাই রনধীর কাপুর।
আবার গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্সা করিয়ে, গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।
তাঁর ভাই রণধীর কাপুর রাতে জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। তাঁকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন।
বলিউডের প্রবীণ অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। তিনি ট্যুইটে জানান, ‘এই খবর শুনে শেষ হয়ে গেলাম।’
চলতি বছর শুরুর দিকে শর্মাজি নমকিন ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। জানা গিয়েছে, রাজ কাপুরের তৃতীয় সন্তান ঋষির ক্যান্সার রিল্যাপ্স করেছিল।
অমর আকবর অ্যান্টনি, ববি, চাঁদনি-সহ বহু সুপারহিট ছবি রয়েছে কিংবদন্তী এই অভিনেতার। তাঁর অন্যতম উল্লেখযোগ্য ফিল্ম মেরা নাম জোকার।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।