| 27 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 উড়ান


প্রচল হাওয়ায় ভাসে আঙুল
রুটিরুজি নিত্য সদাই-পাতি
মশারী ফুটোয় চোখ বয়েসী বেলুন-
স্পর্শ হতে দূরে, তবু ফিরি
সত্তার দানা হারালো ভেবে
মুখ তোলে অন্য কমলিনী।
জানতে চাইনি বিপরীতে
টের পেয়ে যাবে ডানা
উড়ে গেছি ভেতরে, কোথায়…

বাসনা


সুধা ভেবে বেসামাল প্রায়
দারুণ নেশায় জল টই টই
জমাখারিজ তামাকমেঘের আয়ু
ধোঁয়া নেই, আগুনও নিভে আসে।
অক্ষম এই দীনতায় রোদ
আজ এসে যাক, তাড়াহুড়ো!
নিজেরা সাজাব খেলাঘর
একেকটা সুতো খুলে জামায় নতুন রঙ-
বিরল কুহক মেনে বাসনা ছড়াব।।

সীমাবদ্ধ


বারান্দাতে পাতায় পাতায়
কাঁপন, ঈষৎ হিম বাতাস
গভীর দুপুর হারানো সুর
জানুয়ারির নীল আকাশ-
কোথাও সাড়া পাচ্ছিনা।
অচিন সে এক স্বরলিপি
বুকের কাছে ভাঙছে, প্রাচীন-
প্রত্নপাথর ধুলো কাঁকর
দোলায় পুণ্য বাজায় পাপী;
মানুষ কি আর পারছে না?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত