| 28 নভেম্বর 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ঃ কিউইদের কাছে হার ভুলে কার্ডিফে জয়ে ফিরতে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

কার্ডিফের আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও।


 ২০১৯ বিশ্বকাপের দুই ফেভারিট তাদের প্রথম ম্যাচ হেরে বসে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আর নিউজিল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয়ে ফিরেছে ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে স্বস্তি ইংরেজ শিবিরে। মঙ্গলবার কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই জয়ের সরণীতে ফিরতে চাইছে কোহলি অ্যান্ড কোম্পানি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। চার নম্বরে নেমে ডাঁহা ফেল কেএল রাহুল। প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নামার আগের দিন অনুশীলনে ডান হাতে চোট পেয়ে ছিটকে যান বিজয় শঙ্কর। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরালেন সেই বিজয়ই। কার্ডিফে নেটে ব্যাটিং করতে দেখা গেল তাঁকে। মঙ্গলবার চার নম্বরে বিজয়কে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

BCCI

@BCCI

He was hit on the forearm at The Oval and we are delighted to see @vijayshankar260 back in the nets.?? pic.twitter.com/p4l3IWZGGM

Embedded video

396 people are talking about this

আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করে ব্যাট হাতে ভরসা দিয়েছেন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে বোলারদেরও নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একবার সুযোগ থাকছে। অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পায়নি টাইগাররা। তাই বিশ্বকাপে অভিযান শুরু করার আগে একবার নিজেদের ঝালিয়ে নিতে চান সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর, মাশরফি মোর্জারা। তবে কার্ডিফের আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও।

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত