| 6 অক্টোবর 2024
Categories
অনুবাদ অনুবাদিত কবিতা কবিতা সাহিত্য

‘দিল্লি হাটার্স’ রবীন্দ্র গুহ

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

রীতিবিরুদ্ধতাই যাঁর রীতি, দুঃসাহসিকতা যাঁর সাহস, অবিকৃত অভিজ্ঞতাই যাঁর কাছে সাহিত্য, তিনিই নিমসাহিত্য আন্দোলনের প্রবাদপ্রতিম কবি রবীন্দ্র গুহ, যিনি বুকে বারুদ জ্বালিয়ে নিজেকে দহন পীড়ন সৃজন করেন, জীবনচর্চার শিকড় ধরে নাড়া দেন, যাঁর কাছে সাহিত্য হল নিত্য প্রবহমান চৈতন্যের ভাষাভিত্তিক ফটোগ্রাফি। আকাঙ্ক্ষার দ্বন্দ্ব, অনুভব ও অনুভূতির দ্বন্দ্ব, বিশ্বাস ও সম্পর্কের দ্বন্দ্ব, জীবনে সম্পূর্ণ অধিকার না-পাওয়ার দ্বন্দ্ব, সর্বোপরি সময়ের দ্বন্দ্ব নিয়ে বোধ ও মননের অবিকল্প প্রকাশ ‘দিল্লি হাটার্স’, তাঁর কবিতার বই, প্রকাশিত হয় ২০১৫ সালে স্রোত প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেন কৃষ্ণধন আচার্য। ইরাবতীর পাঠকদের জন্য এই বইটি থেকে দুটি  কবিতা অনুবাদ করেছেন রুণা বন্দ্যোপাধ্যায়।


Self-Study of Soul and Beauty

There’s debate over beauty and soul.
Soul doesn’t have any form.
Vacillation of light and shade.
Losing and finding the way is the rhetoric of Ramkeshto.
Body of beauty is entirely real and mysterious-
Fish-smelled semenized vagina and navel root – geographical breast
strikes all the eight levels of heart –
Jealousy, hunger, hates and fire
is the only address.
So many scandalous storms, dicey wind and burning living in our life span.
Does anyone know what a terrific fascinated excitement in the lotus of Jaigun?
Water particles in the yolk of insects are lustrous and greedy desires.
O silent Arjun, adorn your mating with glowing moonlight,
Roll the lost dice on the prostrate breast.
Rippling sound of the last sentence of life
only the wink of a soul-
He or she or they all are hundred million hundred million…
a quarter a quarter
like a cell
Like five miles
darkness
light-
white bluish black …
This is the soul, this is the beauty, multidimensional,
weal and woe of ecstasy.


আত্মা ও সুন্দরের আত্মচর্চা

সুন্দর ও আত্মা বিষয়ক বিতর্ক আছে
আত্মার কোনো অবয়ব নেই আলোর নিকটস্থ আলোর ছইদোল
পথ হারানো আর পথ খোঁজা রামকেষ্টর জালিভাষণ
সুন্দরের শরীর আদ্যন্ত বাস্তব-রহস্যময়-
আঁশটে বীর্যগন্ধময় যোনি নাভিতল-ভৌগলিক বুক
বুকের অষ্টতল ছলাং মারে – ঈর্ষা ক্ষুধা ঘেন্না ও আগুন
এই তো ঠিকানা, জীবনের আয়তনে কত যে কেলো-
ঝড় বয়, দু-পাশারি হাওয়া যাপন-জ্বালানি
কেউ কি জানে জৈগুনের পদ্মে কী ভয়ঙ্কর মুগ্ধমাতন।
কীটের কুসুমে গুঁড়ো গুঁড়ো জলকণা লিপ্সা লোভেচ্ছা-
বাক্যবর্জিত অর্জুন, এই নাও সঙ্গমের সাজ, থরে থরে জ্যোৎস্না
উপুড়-বুকে গড়িয়ে দাও হারানো পাশা-
ছলছল ধ্বনির মতন জীবনের শেষ বাক্যটি
আত্মার ইশারামাত্র-
উনি তিনি উহারা তাহারা সবাই অর্বুদ অর্বুদ…অর্ধার্ধ অর্ধার্ধ
কোষপ্রমাণ
যোজনপ্রমাণ
অন্ধকার
আলো-
শ্বেতবর্ণ নীলবর্ণ কৃষ্ণবর্ণ…
ইহ আত্মা ইহ সুন্দর বহুদিশাময় শুভাশুভ হর্ষোল্লাস-


 

Thought Related Sound Cycle

I am on a death journey in the place of execution to trace the history,
So, the time and space related trigonometry is within soul.
Hundreds of polemic poor souls,
continuous memoir of greed and negligence of the world still surrounds me-
millions and billions of death’s signs.
Nocturnal shadow of virtue and vice in the interior,
Charming snake on the palm.
Hey Goddess, your panty has a colour like wheat grain.
Image of downpour on the naked back.
This is Kolkata, place of my boyhood.
Stephen Hawking came in wheelchair
With Michel Foucault
Allen Ginsberg came before them –
‘Hey learned man, please tell me what’s the essence of this city?’
Without ascertaining blankness, Allen told: the essence of this city is-
the relationship between sound and image,
blank space and time-
So many games with words – unidentified blankness near the void.
Sound of water-wheel in the voice of smart and good human being.
Sing OM sing OM.


ভাবনা বিষয়ক ধ্বনিচক্র

ইতিহাসের পাতা ছুঁয়ে উবুবুক বধ্যভূমিতে আছি মরণযাত্রায়
তো, সময়ও স্থান-সম্পর্কিত ত্রিকোণমিতি আত্মার ভিতর
শ’য়ে শ’য়ে তার্কিক দীনাত্মা, আমাকে ঘিরে ইহলোকের
ক্রমাগত স্মৃতি চরিত্রে লোভে, অবহেলায় অহনতরি-মৃত্যুর সংকেত মহাপদ্মনামা,
ভেতরে ভেতরে পাপপুণ্যের নিশুতি ছায়া, করতলে
আলিশান সাপ
ঈশ্বরী, তোমার ইজেরে গমের দানার মতো রঙ
উদলা পিঠে দৃশ্য শ্রাবণের
বাল্যকালের চরণক্ষেত্র ইহ কলকাতা
স্টিফেন হকিং হুইলচেয়ারে ঘুরে গেলেন
সাথে মিশেল ফুকো
তারও আগে অ্যালেন গীনস্‌বার্গ-
‘বলুন বিদ্বজন, এ শহরের মাহাত্ম্য কী?’
শূন্যতা নির্ণয় না করেই অ্যালেন বললেন; এ শহরের মাহাত্ম্য
রিলেশ্‌নশিপ বিটুইন সাউণ্ড এন্ড ইমেজ,
ব্ল্যাংক স্পেস এণ্ড টাইম-
শব্দ নিয়ে কতরকম খেলা-শূন্যের কাছাকাছি অশনাক্ত শূন্যতা
ফিটফাট ভালোমানুষের কণ্ঠে জলচক্রধ্বনি
উদ্‌গীতম্‌ ওম্‌ উদ্‌গীতম্‌ ওম্‌

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত