| 27 এপ্রিল 2024
Categories
ইরাবতীর বর্ষবরণ ১৪২৮

ছড়া: এই বোশেখের ভিন্ন পদাবলি । অবিনাশ আচার্য

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

এবারও সেই ভিন্ন আদত ভিন্ন ছাঁচে গড়া
উৎসবে আর উদযাপনে হয়নি বোঝাপড়া।
নতুন বছর কেমন যেন ধূসররঙে আঁকা
হালখাতা নেই বোশেখি নেই কেমন ফাঁকা ফাঁকা!
কাটছে সময় কোনরকম ছন্দছাড়া তালে
এরই মাঝে বোশেখ এলো এমন আপৎকালে।

মনের ভেতর জমছে পাথর কষ্ট—কথার মেঘে
আকাশখামে যাচ্ছে ওড়ে সুপ্ত ভাবাবেগে।
না—ফোটা ফুল রূপ না—খোলে এমনি গেলো ঝরে
আবার কি সে মেলবে পাখা ক্লান্ত অবসরে।
আবার কখন নাচবে বোশেখ সুরের ছন্দ তানে
ঘুমের শহর জাগবে কবে সূর্যমেঘের গানে?

ভয়ের মাঝে বোশেখ তুমি অভয় দিও শেষে
শক্তি দিও সাহস দিও দৃপ্ত পায়ে এসে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত