জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কাওয়াসাকি আজ বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনে তাদের প্রথম শো’রুম ও সার্ভিস সেন্টার চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোটরসাইকেল শিল্পের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী, উৎসাহী ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক আরমান রাশিদ, সিএফও মো. কামরুজ্জামান, অপারেশন ম্যানেজার সাফাত ইশতিয়াক।
বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড কাওয়াসাকির এ শোরুম চালু হওয়ায় এখন থেকে বৃহৎ পরিসরে গ্রাহকরা প্রিমিয়াম কোয়ালিটির জাপানে তৈরি বাইক কিনতে পারবেন যা আগে কেনা সম্ভব হয়নি। অন্য বাইকের থেকে আলাদা’ কাওয়াসাকি মোটরসাইকেল গুণগত মানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যার ফলে পারফরমেন্স ও ভালো বল্ডি কোয়ালিটি পাওয়া যায়।
এছাড়া খুব শিগগিরই বাংলাদেশে প্রথমবারের মতো বাইকপ্রেমী ও উৎসাহীদের জন্য বহুল প্রতিক্ষীত সুপার-স্পোর্ট মোটরসাইকেল আনতে যাচ্ছে বিশ্ববিখ্যাত এ জাপানি ব্র্যান্ড।