| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: আমি রঙ । জয়শীলা গুহ বাগচী 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
নিজেকে ছুঁতে গিয়ে
অল্প অল্প সবুজ পড়ছে গায়ে
অল্প কিছু বেসামাল পাখি
ঢেলে দিচ্ছে আয়নার গুঁড়ো 
তবুও দেখা যায় না কিছু
কারণ অকারণের সেলাইফ্রেম
দু’হাত ভরা উচ্চারণের দরজা…
নিজের কাছে অনন্ত জবাবদিহি… 
এসব হল থাকা আর না থাকা আমির 
উৎসাহ মাত্র
নিজেকে ছুঁতে গিয়ে
অসমাপ্ত বিশ্বাসকে
ত্বক পর্যন্ত বোঝার আগে
শত বসন্ত মান্না দে হয়ে ওঠে
কখনও অল্প অল্প সবুজ ঝরে পড়ে
আর
অল্প অল্প কৃষ্ণগহ্বরের মায়া ভেসে যায়
২.
নিজের ঝিঁঝি গুনে গুনে
বোঝার মতো কিছু নৌকো 
বয়ে যায় গাছপালার ছায়ায়
ধারণা শৃঙ্খল ছিঁড়ে
যেসব বাতাস আবেগে চাঁদ চাঁদ
তার কাতর আলোয় মৃত্যুঘাম লেখা
লেখা অজস্র স্মৃতিজল
আর পারদ উপচানো ডাক
সেই তপ্ত অবিশ্বাসে
মানুষ লেখা আছে
সেইই সত্যি…
তবুও আমরা সমুদ্র মাখি গায়
যুক্তির ফাটল ঘিরে
মৃতদেহের ল্যাভেন্ডার ফুল হয়ে উঠি
error: সর্বসত্ব সংরক্ষিত