আনুমানিক পঠনকাল: 2 মিনিট
বিধবা
সফেদা বেগম। বিধবা নারী। তাকে দেখলে নয়া ঢেউটিনের কথা মনে পড়ে। অতিশয় উজ্জ্বল। তাকানো যায় না। চোখ টেনে নেয়। সফেদার ছোট একটা চায়ের দোকান আছে। পুরুষেরা চা খেতে ভিড় করে। লোকে বাজে কথা বলে। লোকের বাজে কথা তার কাছে ঝড়-ঝঞ্ঝার সমান, উপেক্ষা করে বাঁচে। হৃদয় ঝাঁজরা হয়। তবুও নতুন ঝড় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হয়। টিনের সাথে সফেদার এটুকুই মিল।
বাতাসকে লোভ জ্ঞান করি
অসৎ লোকের মাঝে বিদ্যমান পাতার স্বভাব
অল্প-সল্প লোভেও সে নড়তে দ্বিধা করে না কখনো
আজকাল বাতাসকে আমি তাই লোভ জ্ঞান করি
নানা
নানা সুফি ঘরানার লোক। কেউ তাঁর সাকিন জিগ্যেস করলে বলেন, কবর। উপদেশ দেন, মানুষের আসল সাকিন কবর। আমরা তাঁর উপদেশকে খুব সমীহ করি। মানুষ তো ঘড়ির কাঁটা। কেবল ঘুরতে হয় মৃত্যুর দিকে। কবরের নিঃসঙ্গতা ঘোচানোর জন্য।
নানি
নানি মায়াকল। সবসময় অঢেল মায়া পাই। নানির আশীর্বাদ আমার মলাট। বইয়ের মতো ভালো থাকি।
আমি এক চিঠি
পোরা আছি খামে
যেই খাম পরিচিত
বাংলাদেশ নামে