Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita

রফিক জিবরানের একগুচ্ছ কবিতা

Reading Time: 2 minutes

 

শকুনের সাথে
একটা শকুন ঝুলে আছে জলরঙা পোস্টারে
হিরন্ময় চন্দের সেলুনে—
বৃষ্টির ভেতরে একা আকাশের গায়ে; কিনারে—
বিলুপ্ত পাখির তালিকায়,
অভিশাপে হয়তোবা, মানুষ যদিও জানে
শকুনেরা ফিরে আসে মৃত দেহের টানে—
কখনো আউলাঝাউলা দিনে
নাপিতের নিবিষ্ট ধ্যানে
হেলানো চেয়ারে উষ্কখুষ্ক চুল— বসে আছে শকুন,
কথা হয় তাদের নিরালা নির্জনে,
দুজনার ভাবেঅভাবে।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
একদিন
একটা  সকাল দোল খেতে খেতে  আকাশে হারায়
 ঝরে দানা—  সোনা সোনা— মন রাঙা আগুন—
দুপুর গড়িয়ে  বিকেল তুমি লালটিপ—
গোলাপ শরীর  বানভাসি— আমি খুশবু আদর চুম্বন।
বিকেল পেরিয়ে  মৃত্যু— জটিলতা—হায়—
কুয়াশা ঝরে চোখের ‘পরে  নরম  শিশির,
ধূলি ঝড়ে— অন্ধ রাত্রি নিরব ব্যাকুল
তুমি মায়ার নূপুর— তুমি সুরের আগুন,
তুমি শুধুই তৃষ্ণা?
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
অপার্থিব
প্রকাশিত সূর্যের দিকে চেয়ে থাকি—
আকাশের সব নির্জনতা
তোমার মুখের ‘পরে ঝুঁকে থাকে,
ক্লান্ত পথিকেরা আসে অরুণাভ হৃদয়ের খোঁজে।
মানুষ কোথাও যেতে চায়—
মহাশূন্যের ঢেউ তরঙ্গের সোনাদানারাশি,
নি:শ্বাসের আধোবোল— সব বাতাসে মিলায়,
কেবল তোমার মুখপানে চেয়ে থাকার বাসনা
আমাকে জাগিয়ে রাখে।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
মহাকালের চুম্বন
আমি শব্দের ভেতর মুখগুঁজে
বীথিকার আগুন স্পর্শকরতে চেয়েছিলাম,
বীথিকা দূরের বাতাসে মিলিয়ে গেল।
আমি উচ্চারিত ধ্বনির ভেতর সত্য খুঁজতে চেয়েছিলাম,
সত্য দূরে সরে গেল।
এখন আমি শব্দ বা ধ্বনি নয়,
মহাকালের চুম্বন—
স্বাদগন্ধের আরাধনা করি।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
উপত্যকার আশ্চর্য কাশফুল
মেয়েটির ছুঁড়ে দেয়া রঙধনু ছুঁয়ে
ছেলেটির চোখে জন্মে উপত্যকার কাশফুল
হেমন্ত থেকে হেমন্তে—
গাঙের জোয়ার থেকে পাহাড়ের ভোরে,
গারোদের পরশ নিয়ে সাঁওতালী আলস্যে
পড়শীর পিঠাধুমে বাঙলার উঠানে।
মেয়েটির নাম বুনোফুল, রামনি পঙ্খি বা ধরে নাও
 লাইলি অথবা রাধা—
ছেলেটি সিরিল হাঁশদা— বাঁশির সুরে সে আকাশ ভাসায়!
এখানে রঙধনুর সাথে উপত্যকার আশ্চর্য কাশফুল, পড়শীর উঠানে মহাকালের কিংবদন্তী হয়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>