আনুমানিক পঠনকাল: 2 মিনিট
জোনাকি
ভাঙন ঠেলে ঠেলে এসে বসি
তপ্ত বালির জমিনে
যেখানে সমস্ত বৃষ্টি বিলীন হয়
সৃষ্টি হয় চাঁদ-পোড়া অন্ধকার
এমন অন্ধকারেই তো সারাদিন
শর্ত ভেঙে শর্ত তৈরি করি
হাঁপাতে হাঁপাতে হাতে তুলে ধরি
সান্নিধ্যের সানুপুঙ্খ মঙ্গলঘট
আর তার ভেতর থেকে একে একে
বেরিয়ে আসে রূপকথার জোনাকি
তন্দুর
অনবরত নেমে চলেছি পুড়তে পুড়তে
অথচ
কোন যন্ত্রণা নেই, আর্তনাদ নেই
শুধু স্বপ্নের ছাই কুড়োতে কুড়োতে
ভারী হয়ে উঠছে দু’হাত
এ-পথের পথিক কবে যে হয়ে গেলাম
চলতে
চলতে
নামতে
নামতে
ভাবি, এটাই কি জীবনের সেই তন্দুর
অশ্রু
ওই তো জ্যোৎস্নার ভেতর লুকিয়ে আছে ত্রিকালসখা
বাঁশি নয়, আমি কলমে ঠোঁট রেখে বিরহগীতি গাই
চমকিত করি না, আলোকিতও করি না জারব হৃদয়
বরং শব্দে শব্দে আলুলায়িত করে চলি মায়ার আল্পনা
প্রতিটি নির্ঘুমের চোখের পাতায় বসে কত যত্ন করে
সে এঁকে দেয় প্রেম, আর প্রেম শুধু এঁকে দেয় অশ্রু
কবি, সম্পাদক : শিলিগুড়ি জংশন পত্রিকা ,বসবাস : শিলিগুড়ি, প্রকাশিত কবিতার বই : ৬টি, পেশায় শিক্ষক।