| 26 এপ্রিল 2024
Categories
খবরিয়া চলচ্চিত্র বিনোদন

আজ থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের নবম সংস্করণ। তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন আজ, রবিবার, ১৯ জানুয়ারি, নন্দন-১ এ, বিকেল পাঁচটায়। আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে শহর কলকাতার মোট দশটি প্রেক্ষাগৃহে ৩৫ দেশের ২৫৫টি ছবি দেখানো হবে।

 

২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন তিনটি করে শো থাকবে এই উৎসবে। আজ নন্দনে উৎসবের উদ্বোধন হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু অভিনেতা তালহা আরশাদ রেশির হাতে। যে ছবিতে অভিনয়ের জন্য তালহা পেয়েছিলেন জাতীয় পুরস্কার, সেই ‘হামিদ’-ই এবারের উৎসবের উদ্বোধনী ছবি, দেখানো হবে আজ নন্দন ১-এ।

 

নন্দন ১,২,৩ ছাড়াও রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, স্টার থিয়েটার, শিশির মঞ্চ, অহীন্দ্র মঞ্চ, রবীন্দ্র তীর্থ এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন জুড়ে এই উৎসব চলবে। সব জায়গাতেই শো টাইমিং দুপুর ১২টা, বেলা তিনটে এবং সন্ধে ছ’টা।

 

শুধু স্টার থিয়েটারে শো টাইমিং সকাল ১০টা এবং দুপুর ১২টা। কবে কোথায় কোন-কোন ছবি দেখানো হচ্ছে, তার বিস্তারিত সূচি দেখে নিতে পারেন কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট, kicff.org এ গিয়ে।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত