আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্স ২০১৯ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে।
এমডিএস কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর সঞ্জয় কুমার মুখার্জি বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক কে জানান, এমডিএস কোর্সে ২০১৯ সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন গত ১০ মে ২০১৯ থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১০ জুলাই ২০১৯ পর্যন্ত।
উল্লেখ্য, ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক/সমমান অথবা ডিগ্রি পাস এবং সর্বনিম্ন সিজিপিএ ২.০০ অথবা ২য় বিভাগ থাকতে হবে।
ভর্তিসহ বিস্তারিত বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৫৬৩৫৩১৯/০১৯১৪৩৪৩৮৮৮ এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।